![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্প্রতি সুন্দরবনে তেলখনি বিস্ফোরনে সারা দুনিয়ায় তোলপার শুরু হইয়াছে । গ্যালন গ্যালন তৈল শ্যালা নদীতে ছড়াইয়া পড়ায় তৈলখনি শুকাইয়া যাওয়ার আশঙ্কা দেখা দিয়াছে । নিন্দুকগনের মতে ওই স্থানে নাকি একখানি তৈলবাহি জাহাজ ডুবিয়া গিয়াছে কিন্তু সুন্দরবনের পশুকূল এই কথার তেব্র ফ্রতিবাদ করিয়া বলেন আমাদিগের তৈলখনি লইয়া কোনরুপ হাংকি পাংকি ও মিথ্যা চলিবে না । শেয়াল সম্প্রদায়ের লালন ব্যান্ড খ্যাত একজন তারকা আক্ষেপের সুরে বলেন “লোকে বলে ত্যাল খনি ভালা নায় আমার” । নাম না প্রকাশ করার শর্তে একজন খাটাস বলেন কতিপয় ক্ষমতাশালি মনুষ্য সম্প্রদায় শ্যালা নদীতে তৈল চুরি করিতেছে । পশুকূল সম্প্রদায়ের মুখপাত্র হনুমান বলেন আমাদিগের তৈল যেইখানে যেইভাবে আছে সেইখানেই থাকিবে কেহ যদি উহাতে অঙ্গুলি করিতে যায় তাহা হইলে খবর আছে । সর্বশেষ পাওয়া খবর মতে সুন্দরবনের বর্তমান বেহাল অবস্থার প্রতিবাদে সুন্দরবনের সকল পশু সম্প্রদায় আজ কাল ব্যাজ ধারন করিবেন । ইহা ছাড়াও সকলেই আজ ফেসবুকে “ ফিলিং টৈলাক্ত at Sunderban “ স্ট্যাটাস দিবেন ।
©somewhere in net ltd.