নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মারুফ মুকতাদীর

মারুফ মুকতাদীর › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার পন্চ্ঞপর্ব(ছোটগল্প লেখার প্রচেষ্টা :) )

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

ভুমিকা পর্বঃ

রাগে মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত সব জ্বলতেছে। সারাটাদিন এভাবে জ্বালানোর পর এমন একটা ভাব নিয়ে ঘুরছে, যেন কিছুই হয়নি!!

আরে বাবা, এপ্রিল ফুল তো কি হয়েছে? এমনসব অমানবিক! ডস খাওয়ানোর কি মানে!!!!

আর এক এপ্রিল ফুলে কয়বার মিথ্যে বলে বোকা বানাতে হবে।

ইচ্ছে করছে এই সাদা বিল্লিটাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি! আজকে সকাল থেকেই একটার পর একটা এমন আচরণ করছে!



আমি সাধারণত শুক্রবার সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠি। আসলে পুরো সপ্তাহ ই সকালে ক্লাস থাকায় ঘুমুতে পারিনা ইচ্ছে মত, তাই একটু বেশি ঘুমাই ছুটির দিনটায়। আজ সকালেও ঘুমাচ্ছি। হঠাৎ এই লিসার ফোন, ‘ওই তাড়াতাড়ি ঔথ, স্যার রবিবার পড়াতে পারবে না, আজকে যেতে বলছে। ’

ঃ ‘কি বলিস, কখন বলছে?’

ঃ ‘রাতে ফোন করেছিল। ’

ঃ ‘তুই আগে বলিস নাই কেন ?’

ঃ বললে কি লাভ হত! তোকে ঘুম থেকে উঠানোর জন্য তো আমাকে ফোন দিতেই হত! ১০মিনিটের মধ্যে আমার বাসার সামনে আয়। দেরী হয়ে যাচ্ছে!



কথাটা সত্য। প্রতিদিন লিসাই আমাকে ঘুম থেকে উঠায়। ঘড়িতে দেখলাম, সোয়া ছয়টা বাজে!

স্যারকে গালি দিতে দিতে ঘুম থেকে উঠে ব্রাস করে রেডি হয়ে প্রায় বিশ মিনিট পর লিসার বাসার সামনে এলাম। ফোন দিচ্ছি কিন্তু ধরছে না, কেটেও দিচ্ছে না।

পাক্কা পৌনে এক ঘন্টা দাড়িয়ে আমি যখন পৃথিবীর সব দুর্ঘটনার সম্ভাবনার কথা ভেবে ফেলেছি, তখন লিসার এস এম এস!

“APRIL FOOL”



আমি পুরো টাসকিত! আরে আজকে ফার্স্ট এপ্রিল! সকালের ঘুমটা এভাবে নষ্ট করার পর কি মনে হতে পারে!

নিজের উপর ও একটু রাগ হচ্ছিল, কেন যে কোন খোঁজ খবর রাখিনা দিন-তারিখের।

আসলে ঘুমের আফসোস আমার যাচ্ছিল ই না, লিসাকে দুনিয়ার যত বকা আছে সব দিতে দিতে বাসায় আসলাম।



সকাল এগারোটায় আবার লিসার ফোন,

ঃ দোস্ত, রাগ করছিস ?

ঃ না, রাগ করব কেন? অসম্ভব খুশি হয়েছি! হারামি!

ঃ হিহিহি, যাহ, তোকে আজকে খাওয়াবো, বের হ, আজকে সারাদিন ঘুরব, কুইক।

ঃ আমার ঠেকা পরছে তোমারে নিয়া ঘুরতে।

ঃ হুম, বিশ মিনিটের মধ্যে বাসার সামনে আয়। বাই!



নাহ, ভেবে দেখলাম না গিয়ে রিভেন্জ নেয়ার চেয়ে গিয়ে ওর কিছু টাকা নামিয়ে আসাই ভাল হবে।

সো গেলাম, এবং বিশ্বের প্রথম মানব সন্তান হিসেবে একদিনে একজনের কাছেই দুইবার এপ্রিল ফুল হলাম!

এবার দিলাম ফোন,

ঃ কি শুরু করছিস এগুলা ?

ঃ কি আবার! তোর মত আবুলের ধরা খাওয়ার দরকার আছে!

ঃ আচ্ছা যা, খাইলাম তো! এবার আয়,বের হ ইছি যখন ঘুরে আসি। (আয় খালি একবার মাইর একটাও মাটিতে পরবেনা!)

ঃ যা ভাগ, এই রোদের মধ্যে আমি বের হব কোন দুঃখে! টোয়াইলাইট দেখতেছি, ডিসটার্ব করবি না, মুডে আছি।



দিল ফোন কেটে! শালা, তোর রোমান্টিক মুডের মায়েরে বাপ! বলতে বলতে বাসায় আসলাম।



প্রপোজ পর্বঃ

বিকেলে প্রতিদিনের মত আড্ডা দিতে লিসার বাসার ছাদে গেলাম। এখানেই আমরা প্রতিদিন আড্ডা দেই। আমরা বলতে আমি, লিসা, লিরা আপু(লিসার বোন), শোভন ভাই।

আজকে অবশ্য কেউই আসে নাই লিসা ছাড়া। আর এই মেয়ের ভাব দেখে এখন সারাদিনের রাগ আরো তিন গুণ বেড়ে যাচ্ছে। হঠাৎ দেখলাম, লিসা ছাদের যে কোণায় দাড়িয়েছে, তার ঠিক পাশেই একটা মাকড়সা!

লিসা এই জিনিসটাকে চরম ভয় পায়, ডিসিসান নিয়ে নিছি। শুধু ওর মনোযোগটা অন্যদিকে রাখতে হবে। আইডিয়াও মাথায় চলে আসছে,বুঝবা হোয়াট ইজ এপ্রিল ফুল।

লিসার সামনে গিয়ে দাড়ালাম, 'লিসা তোকে একটা কথা বলব, রাগ করিস না প্লিজ!’

লিসা কিছু বলল না,তবে কপাল কুচকে ফেলেছে, চোখে কৌতুহল! এটাই তো চাই!

আমি শুরু করলাম নিচের দিকে তাকিয়ে, ‘লিসা, আসলে অনেকদিন থেকে, মানে আই থিংক, আই মিন, আই থিংক, আই আ্যাম ফল ইন লাভ উইথ ইউ!’



মাকড়সার দিকে হাত বাড়ানোর আগে ওর মুখের এক্সপ্রেশন দেখার জন্য চোখ তুলেই কোথা যেন হারিয়ে গেলাম! ওর চোখের কোণ চিকচিক করছে। কোথায় গেল মাকড়সা, কোথায় গেল আমার সব প্ল্যান, আমি কোথায় যেন হারিয়ে গেলাম!

দুমিনিটের ক্র্যাশ!!!



টেনশান পর্বঃ

লিসা কিছু বলল না। আমি আসলে ওর তাকানো দেখেই নার্ভাস হয়ে গেছি। কয়েক মিনিট পর কিছু না বলেই নীচে চলে গেল লিসা। আমার নিজের উপরই এত রাগ হচ্ছে, কেন যে করতে গেলাম। কি মনে করলো কে জানে! পুরোটা করতে পারলে অবশ্য প্রবলেম ছিল না! কিন্তু কি যে হয়ে গেল, আসলে লিসা কথাটা শোনার পর কেমন করে যেন তাকিয়েছিল, ওর তাকানোটাই সব গোলমাল করে দিল।



কিছুক্ষণ একা একা বোকার মত বসে থেকে যখন বাসায় ফিরছি, তখন মাথায় অন্য একটা টেনশান ঢুকে গেল। ‘

বাসায় বিচার দেবে না তো আবার!’

এই মেয়ের দ্বারা অসম্ভব না এটা, ইভেন এর আগে একবার অন্য একটা ব্যাপারে আম্মুর কাছে বলেও দিয়েছিল। আজকে যেহেতু কিছু না বলেই গেছে, তখন এটাই করবে, শিওর! চুপচাপ কখনোই মেনে নেয়ার মত মেয়ে ও না।



আজকে বাসায় গিয়েই অতি ভদ্রছেলের মত পড়তে বসে গেলাম। আজকে কোনরকম বাদরামি না। বাসার কলিংবেল বাজলেই বুকের মধ্যে ধরাম করে ওঠে একেকবার।

দশটা পর্যন্ত যখন কিছু ঘটলো না, তখন হাফ ছেড়ে বাচলাম। সস্তির নিঃশ্বাস ফেলে ঘুমাতে গেলাম। এর মাঝে অবশ্য অনেকবার ফোন দিয়েছি লিসার নাম্বারে, প্রথমবার কেটে দিল, তারপর থেকে সুইচড অফ।



বিষন্ন পর্বঃ

সকালেও কয়েকবার ট্রাই করলাম, পেলাম না। আজকে ঘুমও ভাঙায়নি ফোন দিয়ে আমার। দুপুরের দিক থেকেই মনটা খারাপ হতে থাকল, ধ্যাত, কি যে করি! লিসা মনে হয় অনেক কষ্টই পেয়েছে। সত্যিই তো, এমন একটা বিষয় নিয়ে ফান করা তো আসলেই খুব খারাপ হয়েছে।

আর যখন বিকেলে ছাদেও এল না, আমি কি করব বুঝতে পারছিলাম না, এত খারাপ লাগা শুরু হল!

শুধু তাই না পরের দুদিনেও লিসার কোন খোঁজ পেলাম না। শেষে লিরাপুকে পুরো ঘটনাটা বললাম, আমার মুখচোখ নিশ্চয়ই কেমন হয়ে গিয়েছিল, আমি একটু ভয়েও ছিলাম, আপু কি না কি মনে করে!

কিন্তু আপু রাগ করল না, উল্টো আমার গাল দুটো টেনে দিয়ে হেসে বলল, ‘তোরা যে কি করিস! এত কাঁদাকাটির দরকার নাই, আমি দেখতেছি। ’



ভালবাসা পর্বঃ

আপু আমাকে ছাদে রেখে নীচে গেল। কিছুক্ষণ পর দেখি লিসা আসছে। দেখে একটু চমকেই উঠলাম, পুরো যুদ্ধবিধ্বস্ত এলাকার থেকে উঠে আসছে মনে হচ্ছে,উস্কোখুস্কো অবস্থা,চোখের নীচে কালি!

একটু মায়াই লাগলো,তিনদিনেই কি অবস্থা!

একটু রাগও হল, একটু কথাতেই এমন রিয়েক্ট করতে হবে, উনি যেন আমার সাথে কোন দুষ্টমি করেই না!

বেশ কিছুক্ষণ চুপচাপ দাড়িয়ে থাকার পর আস্তে করে বললাম, ‘আমি স্যরি!’

তারপরো কোন কথা নেই, এবার আমার সত্যি সত্যিই রাগ হচ্ছিল। স্যরি তো বললাম, তাও!

আমি এবার একটু অধৈর্য্য হয়েই লিসার সামনে দাড়ালাম। চোখ বন্ধ করে বলা শুরু করলাম, ‘দেখ লিসা, আমি ভুল করে একটা কথা বলে ফেলছি, এখন এই এক কথা নিয়ে যদি এত রাগ করিস! আমি তো বললাম স্যরি, তারপরো যদি কথা না বলিস, একটা ভুলের জন্য আমাদের এতদিনের ফ্রেন্ডশিপ! নাহ, আমার কিছু বলার নাই আর!’

এক নিঃশ্বাসে কথাগুলো বলার পর একটু থামলাম।

লিসা কেমন অবাক চোখে তাকিয়ে আছে, কিন্তু এখনো কিছু বলছে না।



আমি চলে যাওয়ার জন্য পা বাড়ালাম। সিড়ি দরজার কাছে আসতেই পেছন থেকে লিসা একটু জোরেই বলে উঠল, ‘যদি ভুল না হয়!’



আমি বিদ্যুৎবেগে ঘুরে জিজ্ঞাসা করলাম, ‘মানে?!!!’

লিসা হেসে বলল, ‘মানে কিছু না, আইসক্রিম খাবা?’





এখন আইসক্রিম খাচ্ছি, এখন থেকে নাকি দুইজনকে এক আইসক্রিম শেয়ার করে খেতে হবে, আজব!!! ;)

রোমান্স করার জন্য আইসক্রিম শেয়ার করা অমানবিক! ;)



$$ সমাপ্ত $$



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

রাজীব দে সরকার বলেছেন: সুন্দর লেখা - আরো চাই - চলুক
ব্লগে ভালো লেখা অনেক কম পাই ইদানিং

+

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

মারুফ মুকতাদীর বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, চেষ্টা করছি। দোয়া করবেন। ভালো থাকবেন।

৩| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৩৩

মারুফ মুকতাদীর বলেছেন: :) :)

৪| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৩৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চালায়া যান......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.