নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক

পৃথিবীর পথে পথে আমি একা অনভিজ্ঞ এক নাবিক।

মারুফ তারেক › বিস্তারিত পোস্টঃ

ভাঙার গল্প...

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৫:৫০


আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
-জসীমউদ্দীন

এ যেন প্রফুল্ল চন্দ্র রায়ের কথা, "আমি ক্লাসে এতো করিয়া ছাত্রদের পড়াইলাম, যে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়িয়া চন্দ্রগ্রহণ হয়। তাহারা তা পড়িল, লিখিল, নম্বর পাইল, পাশ করিল। কিন্তু মজার ব্যাপার হ‌ইল যখন আবার সত্যি সত্যি চন্দ্রগ্রহণ হ‌ইল তখন চন্দ্রকে রাহু গ্রাস করিয়াছে বলিয়া তাহারা ঢোল করতাল শঙ্খ ল‌ইয়া রাস্তায় বাহির হ‌ইয়া পড়িল।"

শেখ মুজিব একাত্তর পরবর্তী সময়ে সবাইরে ক্ষমা কইরা দিয়া যে ভুল করছিলেন, সেই ভুল আপনারা করতে চান না। তাই ভাঙাভাঙি চলতে থাকুক।

যখন মুজিব বললেন, "মুক্তিযুদ্ধে ধর্ষিতা মেয়েদের বাবার নামের জায়গায় আমার নাম লিখে দাও, আর ঠিকানা দিও ধানমন্ডি-৩২"। তখন আপনারা বললেন, একাত্তরে কোন ধর্ষণই হয় নাই।
মুজিবরে ভাইঙ্গা মুজিবের চাইতে যদি বড় হওয়া যায় হোন, আমাদের কোন দুঃখ নাই। কারণ বহুকাল আমরা মুজিবের চাইতে বড় নেতা দেখার অপেক্ষায় আছি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:৪৭

কামাল১৮ বলেছেন: ইউনুস মুজিবকে নয় হিটলার মোসোলিনিকে ছাড়াইয়া যাইতে চান।দোয়া করি সফল হবেন।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৪

রাজীব নুর বলেছেন: শেখ মুজিব নরম মনের মানুষ ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.