![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন জাতি চিরকাল সভ্যতার শিখরে থাকতে পারে না। সভ্যতার উত্থান-পতন হয়। ব্রিটিশ শাসনের সমাপ্তিতে যুক্তরাষ্ট্র পৃথিবীর জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্র হয়ে উঠে। কোন বস্তুর কেন্দ্রের দিকে তার কেন্দ্রমুখী বল কাজ করে। এই দুনিয়া যে-সব ভারী মস্তিষ্কগুলো সৃষ্টি করেছে তাদেরকে আমেরিকামুখী হতে হবে, এটাই সভ্যতার নিয়ম। এই নিয়ম বাগদাদ কিংবা রোমের জন্যও সম্যক বরাদ্দ ছিলো।
আধুনিক ইতিহাসের জনক ইবনে খালদুন সভ্যতার উত্থান-পতনকে তার 'আসাবিয়া বা আসাবিয়াত তত্ত্ব' দ্বারা বর্ণনা করেছেন। আসাবিয়া আরবি শব্দ, যার বাংলা করলে দাঁড়ায় সামাজিক সংহতি বা একতা। সভ্যতার শিখরে পৌঁছানো জাতি তার সামাজিক সংহতি বিনষ্ট করে পতনের দিকে যায়। যেহেতু সমাজ-রাষ্ট্রের কেন্দ্র মানুষ, পতন শুরু হয় মূলত মানুষের মাঝে। ইবনে খালদুন মানুষের এই পতনকে ভোগে নিমজ্জিত হওয়ার দ্বারা ব্যাখ্যা করেছেন। সভ্যতার শিখরে পৌঁছে জাতিগুলো সম্পদকে নিজের দিকে টানে ও কেন্দ্রমুখী করে এবং মানুষেরা ভোগে নিমজ্জিত হয় যা তাদের মোরালিটিকে ক্ষয় করে। পরবর্তী ধাপে সমাজের মধ্যে থাকা সোশ্যাল কোহিশন ভেঙে পড়ে।
যুক্তরাষ্ট্র ব্রোকেন সোসাইটিতে পরিণত হয়েছে।যুক্তরাষ্ট্রের ব্রোকেন সোসাইটিতে পরিণত হওয়ার কথা বলতে গিয়ে নোয়াম চমস্কি বলেন, যুক্তরাষ্ট্র ভঙ্গুর সমাজে পরিণত হয়েছে যা সামষ্টিক সিন্ধান্ত নিতে ব্যার্থ। আর এই ব্যার্থতাই ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করেছে।
মূলত মোরাল ডিগ্রেডেশনের প্রাক্কালে ফ্যাসিবাদের জন্ম হয়, আর এভাবেই যুক্তরাষ্ট্র পূর্ববর্তী তাত্ত্বিকদের তত্ত্বগুলোকে আবারও সত্য বলে প্রমাণ করছে।
এবার, এই একই বিষয়কে সামনে রেখে ইউরোপে ডানপন্থীদের উত্থানের কথা চিন্তা করুন।
২| ০৪ ঠা মে, ২০২৫ রাত ২:৪৫
যামিনী সুধা বলেছেন:
সভ্যতার পতন হয় না, উহা বিবর্তিত হয়, রাখাল ছেলে ইবনে খালেদুনরা বুঝে না; বেদুইনদের মগজ উটের কাছাকাছি।
৩| ০৪ ঠা মে, ২০২৫ রাত ২:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আজকে ঢাবির রাজু-তে হুজুররা যা করলো সেটাকে আপনি কিভাবে দেখেন?
আমি তো দেখতে পাচ্ছি বাংলাদেশের নারীদের আগামী দিনগুলো খুবই খারাপের দিকে যাচ্ছে।
৪| ০৪ ঠা মে, ২০২৫ সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: আজকের আধুনিক সভ্যতা আপনার কাছে কেমন লাগছে?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০২৫ রাত ২:৪২
যামিনী সুধা বলেছেন:
আপনি তো দার্শনিক মানুষ; টং দোকানের দার্শনিক। আমেরিকা আর নেই, উহার মৃত্যু হয়ে গেছে।