নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়। কারণ মিথ্যা তাঁর প্রকৃতগত কারণেই বিলুপ্ত হয়ে যায়। আল-কুরআন : সূরা- ইসরা, অধ্যায়-১৭, আয়াত-৮ وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا [١٧:٨١]

masanam91

যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়। কারণ মিথ্যা তাঁর প্রকৃতগত কারণেই বিলুপ্ত হয়ে যায়। আল-কুরআন : সূরা- ইসরা, অধ্যায়-১৭, আয়াত-৮১وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا [١٧:٨١]

masanam91 › বিস্তারিত পোস্টঃ

জনগনের সাথে প্রতারনা করছে ব্র্যাক ব্যাংকের “বিকাশ” ও তার এজেন্টরা ।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬



আপনারা জানেন ব্র্যাক ব্যাংকের কিছুদিন আগে টেকটিউনসে BRAC BANK, হ্যাকার ও একজন পথে বসে যাওয়া ফ্রিল্যান্সার



টিউনস প্রকাশ করার পর অনলাইন কমিউনিটির ব্যাপক সোচ্চার হয় , বাংলানিউজ২৪ সহ বেশ কয়েকটি ব্লগে প্রকাশিত হয়, তারপর ২৪ ঘণ্টার মধ্য ঘটনার সমধান হয় , ব্র্যাক তাদের সকল সিস্টেম পরিবর্তন আনে ।



এবার সময় এসেছে ব্র্যাক ব্যাংকের আরেকটি সার্ভিস বিকাশ ও তার এজেন্টদের ব্যাপক দুর্নীতি বিরুদ্ধে রুখে দাঁড়াবার ।

BRAC Bank Limited একটি সার্ভিসের নাম bKash Limited



তাদের চটকদার বিজ্ঞাপনগুলো মন্দ না, দেশজুড়ে টাকা পাঠান মাত্র ২ টাকায় , টাকা তুলুন ১,৮% টাকায় ।



যদিও এই চার্জ কিছুটা রক্তচোষা পর্যায় চলে যায়, তার উপর এজেন্টগুলো চালাচ্ছে মরার উপর খাড়ার গাঁ !

এজেন্ট থেকে টাকা পাঠাতে গেলে কোন চার্জ নেয়ার কথা না , কিন্তু তাদের টাকা পাঠাতে গেলেও ১০০০ টাকায় ২০ টাকা অতিরিক্ত দিতে হবে , আবার ক্যাশআউট করতে করতে গেলে ১০০০ টাকায় ১৮ টাকা ক্যাশআউট চার্জ কেটে রাখা হয় তার উপর এজেন্ট ১০০০ টাকায় ১০ টাকায় বাড়তি না দিলে টাকা দিবেনা ।

এতক্ষণ বকবক করলাম গাজীপুর জেলার কোনাবাড়ি, আমবাগ, জরুন এলাকার চিত্র নিয়ে ,

আজকের অভিজ্ঞতা সকলকে শেয়ার করি, সেই অবস্থা আরও ভয়াবহ! একজন ফোন করলো জরুরী ৫০০ টাকা পাঠাতে হবে , আমি বললাম আশেপাশে কোন বিকাশের দোকানে যেতে ।



সে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হেমনগর এলাকার বিকাশ লেখা একটি দোকানে গেল ও আমাকে নাম্বার দিল, আমার এখান থেকে টাকা পাঠাতে এজেন্টকে দিতে হল ৳৫১০ আর উনি ঐদিকে টাকা হাতে ৪৮০ টাকা, পরে ঐ দোকানওয়ালার সাথে ফোনে কথা হয় কি বলছে

ডাউনলোড করে শুনুন ।



গতকাল ফেসবুকে এবিষয়ে একটি স্ট্যাটাস দিয়ে সারা দেশের চিত্র জানার চেষ্টা করি ,Trial Version বলেন, একই অবস্হা ভাই । আরেকটা কথা হলো ১০০ টাকায় ২ টাকা খুব বেশী দেখায় না কিন্তু সমস্যাটা হয় যখন কাউকে ৫০,০০০ টাকা পাঠানো লাগে........১০০০ টাকা চার্জ



Fahad Rocker বলেন, আমাদের এলাকাতে 1.8% চার্জ ছাড়া বারতি চার্জ নেই না । চার্জ ছাড়া তুলতে এটিএম বুথ ব্যাবহার করুন । ঐখানে ২% কাটবে কিন্ত আয় বেয় সমান ।

Shemul Ahmed Shohag বলেন, same 2 u bro

Ariful Islam Shaon বলেন, 1000 takay 20Taka diyei aschi sei prothom theke!

Simsan Mallick বলেন, আমার এলাকায় চার্জ ছাড়া বারতি চার্জ নেই না।

ক্যাশ ইন ফ্রী। ক্যাশ আউট ১.৮%

আশাহীন শাহীন বলেন, আমার এখানে হাজারে ৫/=

Md Faruk বলেন, amar akane chittagong ali telecom er dokane hazare 65 tk. neo

Saiful Islam বলেন, bhai ami ctg halishahar thaki. Cash in a 1.8% agentder k kono comission dea lage na.



এ থেকে বুজতে পারি সারাদেশে প্রায় একই চিত্র, ব্র্যাক ও বিকাশ তারা কোটি কোটি টাকা উপার্জন নিয়ে ব্যস্ত ,এজেন্টদের উপর তাদের কোন তদারকি বা নিয়ন্ত্রন নাই বললেই চলে ।

এবার আসি তাদের কাস্টোমার কেয়ারের চিত্র নিয়ে ।

কাস্টোমার কেয়ারের সাথে গল্প গুজব করার ফোন রেকর্ড উপরের ড্রপবক্সের লিংকে পাবেন ।





আর দীর্ঘদিন আগে তাদের পেজে অভিযোগ জানালে তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে জানালেও কোন সুফল আজো পাইনি ।

বলতে পারেন বুথ ব্যবহার করতে পারেন ।



বাংলাদেশের সকল এলাকায় কিন্তু তাদের বুথ নেই , আমার এলাকা থেকে তাদের বুথে যেতে ৫০ টাকা খরচ পরে , এর চেয়ে দুরের মানুষ কি করবে ?

প্রশ্ন থাকতে পারে তাদের সার্ভিস ব্যাবহার করেন কেন ?



উত্তরঃ সরকার কতৃক নির্ধারিত চার্জ আছে , তাহলে কেন বাড়তি টাকা রাখবে ?



পাবলিকরে কলা দেখাইয়া মূলা দেয়া এভাবে কতদিন চলবে ?

আপনার এলাকার কি অবস্থা ??? যদি একই অবস্থা হয় প্রতিবাদ স্বরূপ বিভিন্ন সাইটে লেখাটি শেয়ার করুন । জনগণকে এদের প্রতারণার হাত থেকে বাঁচান ।



ওদের অফিশিয়াল পেইজে সকলে বিষয়টি একসাথে অভিযোগ জানান ।



(সংকলিত)





ফেসবুকে আমি





আগের পোস্ট

নরমাল বনাম সিজারিয়ান ডেলিভারিঃ কোনটা, কেন যৌক্তিক?

আগুনে পুড়ে গেলে করণীয়

অবৈধ ধর্ষণ -বনাম- বৈধ ধর্ষণ

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:০০

কালোপরী বলেছেন: হুম

২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২০

জিরো গ্রাভিটি বলেছেন: Thanks 4 share ...
Amaro akoi obostha...
1000 a 20 tk kore dite hoy..

৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩২

গরিবের বন্ধু বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য তবে সূত্র দেয়া উচিত ছিল কারন লেখাটি আমার ।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

masanam91 বলেছেন: আপনাকেও ধন্যবাদ । মনে কিছু কইরেন না ।

৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫০

নাজিম-উদ-দৌলা বলেছেন: এই সংক্রান্ত অনেক ঘটনা শুনেছি। বিকাশের কারনে অনেক প্রতারনার ঘটনা ঘটেছে বিভিন্ন যায়গায়।

৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০

েবনিটগ বলেছেন: আপনার মন্তব্য লিখুন

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

েবনিটগ বলেছেন: ১//যশোর-খুলনার মেয়েরা অনেক সুন্দরী। যশোরের মেয়েরা কুটনামিতে খুব ওস্তাদ হয়, প্রচুর মিথ্যা কথা বলে। আর শ্বশুরবাড়ীর লোকজন সহ্যই করতে পারেনা। পরকিয়াতেও ওস্তাদ যশোরের মেয়েরা। (আংশিক ব্লগারের মতামত।)



২//চট্টগ্রামের মেয়েরা বাইরের জেলার ছেলেদের ব্যাপারে আগ্রহী নয়। কিছুটা কনজারভেটিভ।



৩//সিলেটী মেয়েরা পর্দানশীল বেশী। সিলেটি মেয়েরা সাধারণত বাইরের জেলা তে বিয়ে করতে যায় না। আত্মীয়দের মধ্যে থাকতে পছন্দ করে। সিলেটী মেয়েরা ছ্যাচড়া। (আংশিক ব্লগারের মতামত।)



৪//পুরান ঢাকার মেয়েরা খুবই দিলখোশ। ঢাকার অন্য এলাকার মেয়েরা জগাখিচুরি



৫//খুলনার মেয়েরা স্বামী অন্ত :প্রাণ। খুলনার মেয়েরা ফ্যামিলির ব্যাপারে একটু সিরিয়াস টাইপের হয় ৷(আংশিক ব্লগারের মতামত।)



৬//উত্তর বঙ্গের মেয়েরা কোমলমতী হয় এবং বেকুব ও আনক্রিয়েটিভ ।(আংশিক ব্লগারের মতামত।)



৭//বরিশালের মেয়েরা একটু ঝগড়াটে, ভালো রাঁধুনী, ন্যাচারাল সুন্দরী , সংসারী এবং স্বামীভক্ত। কিন্তু বরিশাল থেকে সাবধান, যতই সুন্দর হোক, জীবন বরবাদ করে দেবে। (ব্লগারদের মতামত।)



৮//ময়মনসিংহের মেয়েরা একটু বোকাসোকা, কেউবা বদমাইশ।কেউ কেউ স্মার্ট এবং ডেয়ারিং (আংশিক ব্লগারের মতামত।)



৯// সিরাজগঞ্জের মেয়েরা ভালো, যদি শান্তিতে ঘর করতে চান। (ব্লগারদের মতামত।)



১০// বগুড়ার মেয়েরা ঝাল তুল্য। (ব্লগারদের মতামত।)



১১// কুষ্টিয়ার মেয়েরা সরল সহজ আবার অহংকারী, কিন্তু সেই তুলনায় গুনবতী নয়। মননশীল, রুচিসম্পন্ন। যাকে ভালবাসে সত্যিকারের ভালবাসে, কোন রাখঢাক নাই।



১২//বি,বাড়িয়ার মেয়েরা পলটিবাজ কিন্তু পতিভক্ত ও সংসারী (ব্লগারদের মতামত।) ১৩// রাজশাহীর মেয়েরা একটু লুজ । (ব্লগারদের মতামত।)



১৪//পাবনার মেয়েরা কুটনা হয়ে থাকে।(ব্লগারদের মতামত।)



১৫// জামালপুরের মেয়েরা বেশি স্মার্ট এবং ডেয়ারিং।এই জেলায় সুন্দরীদের ঘনত্ব বেশি।(ব্লগারদের মতামত।)



১৬//নোয়াখালী: বাবা-মা অথবা আত্মীয়-স্বজনদেরকে ভুলতে চাইলে নোয়াখালীর মেয়েদের তুলনা নেই । বেশির ভাগ মেয়ে কারো কথার নিছে থাকতে চায়না । এরা চরম কুটনা হয়। তবে তারা শশুড়বাড়ির জন্য করতে চাইলে নিজের সব দিয়ে করে, না করলে নাই!(ব্লগারদের মতামত।)



১৭// ফরিদপুরের মেয়েরা চোরা স্বভাবের।ওদের মত কুটিল প্যাচের মানুষ খুব কমই হয়।(ব্লগারদের মতামত।)



১৮//কুমিল্লার মেয়েরা শ্বশুরবাড়ির মানুষদের পছন্দ করেনা।কুমিল্লার মেয়েরা সুন্দরী, অনেক দায়িত্বশীল, তবে সংসারে প্রভাব বিস্তার করতে বেশি পছন্দ করে।(ব্লগারদের মতামত।)



১৯//টাংগাইলের মেয়েরা খুব ভাল হয়, বান্ধুবী হিসেবেতো বটেই, পাত্রী হিসেবেও। কিন্তু কিছু কিছু অঞ্চলের মাইয়াগুলো দুনিয়ার বজ্জাত… তবে বান্ধবী হিসাবে ভালএকটু দিলখোলা টাইপের (ব্লগারদের মতামত।)



২০//মাদারিপুরের মেয়েরা খুবই কেউটে, খুব খরচে, জামাইয়ের পকেট ফাকা করতে উস্তাদ।



২১//চাঁদপুরের মেয়েরা মানুষ হিসেবে খুবই ভালো, অথিতিপরায়াণ।তাদের সরল ভালবাসায় আপনি মুগ্ধ হবেন। আর শ্বশুরবাড়ী চাঁদপুর হলে ইলিশ নিয়ে চিন্তা করতে হবে না । আর আসল কথা হলো চাঁদপুরে লোকের মাথায় প্যাচ জিলাপীর থেকেও বেশী। চাদপুরের মেয়েরা ছেলে ঘুরাতে ওস্তাদ।



২২//দিনাজপুরের মেয়েরা খুব ষ্মাট ও সুন্দরী হয়,তবে চিটার প্রকৃতির ।



২৩//চাপাই নবাবগঞ্জের মেয়েরা সরল মনের অধিকারী।



২৪//গাজীপুরের মেয়েরা খুব ই ভাল, মিশুক এবং রসিক ।এখানকার মেয়েরা জেদী, লাজুক ,মিডিয়াম সুন্দর, মিডিয়াম স্মার্ট এবং সংস্কৃতি মনা।



২৫// নরসিংদীর মেয়েরা উড়াল পঙ্খীর মতো তাদের মন আর চলার ঢং । (ব্লগারদের মতামত।)



২৬//কিশোরগঞ্জের মেয়েরা একটু বোকাসোকা আর ডেয়ারিং প্রকৃতির। মিশুক, বন্ধুপাগল বা বন্ধুপ্রেমী হয়। স্বামী ভক্ত হয় তবে এমনও হতে পারে যে সারাজীবন বউয়ের দ্বারা নিগৃহীত হওয়া; অসম্ভব কিছু না।



২৭// নারায়নগঞ্জের মেয়েরা অতিশয় ভালো, ভদ্র, সামাজিক, কীভাবে পরিবার আর মুরুব্বিদের সামলাতে হয় তারা খুব ভালো জানে। সংসারে ঝামেলাহীন য়ার সবসময় হাসি-খুশি, মিলেমিশে থাকে এমন বউ আনতে চাইলে নারায়নগঞ্জের মেয়েরাই সেরা।… কথা ১০০% সত্যি। খোজ নিয়ে দেখতে পারেন। ( তবে বিচ্ছিন্ন ঘটনার জন্য পত্রিকা কর্তৃপক্ষ দায়ী নহে ।)
NB. No relation with the article and the pictures

Courtesy: The Black Crow (kaloo kaak)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.