![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লার পক্ষে সাফাই গাইলেন ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা গতকাল পাকিস্তান জাতীয় পরিষদে দেওয়া এক বক্তৃতায় বলেছেন, ‘কাদের মোল্লা নির্দোষ। যে অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে সেগুলোও “ভূয়া”।’ রেডিও পাকিস্তানের বরাত দিয়ে পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন আজ মঙ্গলবার একথা জানিয়েছে।
কাদের মোল্লাকে ‘নির্দোষ’ হিসেবে উল্লেখ করতে যেয়ে ইমরান তাঁর বক্তৃতায় একজন মানবাধিকার কর্মীর কথা বলেন। ইমরান জানান, ওই মানবাধিকার কর্মীই নাকি তাঁকে বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই নেতার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল, সেগুলোর ব্যাপারে তিনি কিছুই জানতেন না।
ইমরান বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর “ঢাকার পতন” আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পুরো ব্যাপারটির নিষ্পত্তিই সেসময় গণতান্ত্রিকভাবেই হওয়া উচিত ছিল।’
এদিকে, গতকাল পাকিস্তান জাতীয় পরিষদে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়ে একটি প্রস্তাবও পাস করা হয়। পাকিস্তান জামায়াতের সাংসদ শের আকবর খান এই প্রস্তাব উত্থাপন করলে তাতে সমর্থন জানায় সরকারি দল মুসলিম লিগ। এছাড়াও ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ, আওয়ামী মুসলিম লিগ, পাকিস্তান মুসলিম লিগ (কায়েদে আজম) ও জমিয়তে উলামা ইসলাম পাকিস্তান জামায়াতের এই প্রস্তাবে সমর্থন জানায়।
প্রস্তাবটিতে বলা হয়, বাংলাদেশের উচিত হবে না ৪২ বছর আগের পুরোনো ক্ষতকে নতুন করে জাগিয়ে তোলা। এতে বাংলাদেশে যুদ্ধাপরাধ-সংক্রান্ত সব ধরনের মামলা ‘পারস্পরিক সমঝোতা’র ভিত্তিতে প্রত্যাহার করে নেওয়ার আহবান জানানো হয়।
পাকিস্তান জাতীয় পরিষদে আনীত এই প্রস্তাবে অবশ্য সমর্থন দেয়নি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পিপিপির সাংসদ আবদুল সাত্তার বাচানি পরিষদকে এ ধরনের প্রস্তাব গ্রহণ না করার আহবান জানিয়ে বলেন, ‘পুরো বিষয়টিই বাংলাদেশের একান্ত অভ্যন্তরীণ বিষয়। আমাদের উচিত হবে না একটি স্বাধীন ও সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এ ধরনের প্রস্তাব পাস করা।
সুত্ঃ প্রথম আলো
আমি একটা প্রস্তাব পাস করতে চাই আটকে পরা পাকিস্তানিদের ফেরত নেয়ার বেবস্থা করা হোক।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৯
পাঠক১৯৭১ বলেছেন: ইমরান খা নাকি বাল খান যেন বাংলাদেশে আসতে না পারে।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৯
দিশার বলেছেন: বাংলাদেশী বুদ্ধিবেশ্যা দিয়ে কাজ হচ্ছে না , এখন পাকি খানকি দিয়ে সাফাই গাওয়া হচ্ছে। জামাত পাকিস্তান যে নওয়াজ শরিফ এর দোল এর ঘরে চরে রাজত্ব করে, আর বাংলাদেশে বিএনপির। এদের হেড কোয়ার্টার কিন্তু লাহোরে . আমরা সব ভুলে যাই খালি।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭
চলতি নিয়ম বলেছেন: ঈমার্ন খানকি বলেছেন উনি নির্দোষ??
ঠিকই তো বলেছেন। রাজাকার কসাই কাদের তো ফাকি দের কাছে নির্দোষ ই হবে। এতেই প্রমান হয় যে কুত্তাটাকে ঝুলানো ১০০ % কারেক্ট হৈছে।
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১০
হেডস্যার বলেছেন:
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২২
কলাবাগান১ বলেছেন: ": পাকিস্তানের পক্ষে যারা যুদ্ধ করেছে, তারা পাকিস্টানীদের চোখে শুধু নির্দোষ কেন, তারা প্রভুভক্ত ..।"
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪২
পাঠক১৯৭১ বলেছেন: পাকিস্তানের পক্ষে যারা যুদ্ধ করেছে, তারা পাকিস্টানীদের চোখে শুধু নির্দোষ কেন, তারা প্রভুভক্ত কুকুরও।