![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মশিউর রহমান মিঠু।জীবনচিত্র নিয়ে চিন্তাভাবনা করি,গান লেখি, একদিন গান/সুর শুনতে না পারলে অস্থিরবোধ করি। কবিতা লিখি। কয়েকটা কবিতা একটা বই এর মধ্যে রাখছি Link : http://www.somewhereinblog.net/blog/mashiurmithublog/29706192/invite বইটা ভাষাচিত্র প্রকাশনীতে আছে। ফিচার টাইপ লেখাও লিখি Link : http://www.4shared.com/office/QPnWG0St/Notun_Mudrai_Tumi.html আরো কিছু http://www.4shared.com/office/Rk8YQb0S/bijoy_1993.html http://mindkites.blogspot.com/,http://mashiurmithu.wordpress.com http://www.facebook.com/mithulalon, http://twitter.com/mithulalon https://plus.google.com/u/0/+MashiurRahmanMithu/posts http://mashiurmithu.wordpress.com http://mindkites.blogspot.com/ জগতের সকল বিষয়ে পড়ায় আগ্রহ। গল্প উপন্যাস পড়ি, মনচাইলে গল্প লিখে রাখি। সক্রেটিস-লালন শাহ,-আরজ আলী মাতুব্বর আমাকে প্রশ্ন করতে উৎসাহিত করেন। সাদাকে সাদা,কালোকে কালো বলতে ভালো লাগে।।
যখন বড় দু'টি দল রাজাকার এবং শৈরাচারকে সঙ্গে নিয়ে দেশটাকে ভাগভাটোয়ারা করে খাচ্ছে। দেশে দুর্নীতির সামাজিকীকরণ করছে। লুটেরা ও পেশি শক্তির শোষণে নিপীড়িনে জর্জরিত হচ্ছে শাসিত সাধারণ মানুষ। তখনি ঘটলো আজ রাজাকার ও সম্প্রদায়িকতা বিরোধী এ গণজাগরণ। বাংলাদেশের মানুষ ছিযানব্বই এর যে আওয়ামীলীগকে দেখেছে, বর্তমান আওয়ামীলীগ সরকারের দূরত্ব তার চাইতে অনেক বেশি। কেননা সাধারণ মানুষ নুন্যতম চাহিদাপুরণের জন্য বর্তমান সরকারকে বিপুল ভোটে বিজয়ী করেছিল। বর্তমান সরকার তার প্রতিশ্রুতির কোনটাই পূরণ করতে পারেনি। যুদ্ধাপরাধীদের বিচার নিয়েও তারা রাজনীতি করছে বলে প্রতীয়মান হচ্ছে। এদিকে বিএনপি তাদের সময়ের দুর্নীতি, লুটপাট,সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে বিভিন্ন সহিংসতা অভিযোগের কোন প্রমান দিতে পারেনি। উপরন্তু তাদের জামাতপ্রীতি প্রমানিত। এ থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। এমন পরিস্থিতিতে শাহবাগসহ সারাদেশের প্রতিবাদে উত্তাল জনস্রোত এটা প্রমান করলো যে, বাংলার মানুষ জেগে আছে। যে ছাত্র-শিক্ষক পেশাজীবি মানুষ সমাবেত হয়েছে তাদের কোন দলীয় পরিচয় ছিলো না। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী ছাড়াও বাংলাদেশকে সকল ধরণের দূণীর্তি, শোষণ ও নিপীড়ন মুক্ত করার এটা একটা মাইফ ফলক হিসেবে আমরা দেখতে পারি। এর আগে মুক্তিযুদ্ধের বিজয় মেলা ও ঘাতক-দালাল বিরোধী আন্দোলনের দুই দশক সম্পকে দুটি লেখার এ ব্লগে লিখেছিলে। সেখানে লিখেছিলাম বাহান্ন থেকে দু'দশক পরের প্রজন্ম একাত্তুরের মুক্তিযুদ্ধ করেছিলেন,একাত্তুর থেকে দু'দশক পরের প্রজন্ম সংগঠিত করেছিলেন নব্বই এর গণঅভূত্থান। প্রতি দু'দশক অন্তর বাংগালীর জীবনে তুমুলস্পর্শী জাগরণের ঘটনা ঘটে। নব্বই থেকে দু'দশক অতিক্রান্ত হয়েছে,জানিনা বাংগালীর জীবনে কোন তুমুল স্পর্শী জাগরনের ঘটনাটি অপেক্ষা করছে। সে জাগরণের ঘটনাটি ঘটেছে বর্তমান প্রজন্মের তরুন সমাজের উদ্যোগে। তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
মরমি বলেছেন: আমরা জেগে থাকবো । জনসমুদ্র আমাদের সাথে আছে।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
ফারমার বলেছেন: হাওয়া ভবন, সুদাসদন নিপাত যাক; শাহবাগ, শাহবাগ!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
মরমি বলেছেন: হাওয়া ভবন, সুদাসদন নিপাত যাক; শাহবাগ, শাহবাগ!
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: আমরা থামব না, থামব না
প্রয়োজনে খুরবো পাতাল, যাবো আসমান
তবু থামব না, থামব না
বিচার হবে, হবে রাজাকারদের ফাসিঁ
কোনো কথায় কর্ণপাত করবো না
রাজাকারদের ফাসিঁ না হওয়া পর্যন্ত
রাজপথ ছাড়ব না।
Click This Link
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০
মোঃ_হাসান_আরিফ বলেছেন: আন্দোলন কি ব্লগারদের হাতে আছে
Click This Link