নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মশিউর রহমান মিঠু

মরমি

মশিউর রহমান মিঠু।জীবনচিত্র নিয়ে চিন্তাভাবনা করি,গান লেখি, একদিন গান/সুর শুনতে না পারলে অস্থিরবোধ করি। কবিতা লিখি। কয়েকটা কবিতা একটা বই এর মধ্যে রাখছি Link : http://www.somewhereinblog.net/blog/mashiurmithublog/29706192/invite বইটা ভাষাচিত্র প্রকাশনীতে আছে। ফিচার টাইপ লেখাও লিখি Link : http://www.4shared.com/office/QPnWG0St/Notun_Mudrai_Tumi.html আরো কিছু http://www.4shared.com/office/Rk8YQb0S/bijoy_1993.html http://mindkites.blogspot.com/,http://mashiurmithu.wordpress.com http://www.facebook.com/mithulalon, http://twitter.com/mithulalon https://plus.google.com/u/0/+MashiurRahmanMithu/posts http://mashiurmithu.wordpress.com http://mindkites.blogspot.com/ জগতের সকল বিষয়ে পড়ায় আগ্রহ। গল্প উপন্যাস পড়ি, মনচাইলে গল্প লিখে রাখি। সক্রেটিস-লালন শাহ,-আরজ আলী মাতুব্বর আমাকে প্রশ্ন করতে উৎসাহিত করেন। সাদাকে সাদা,কালোকে কালো বলতে ভালো লাগে।।

মরমি › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ও তাদরে অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোকে বাজেআপ্ত করা জরুরী (সংশোধিত রিপোস্ট)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে শাহবাগসহ সারাদেশে গণআন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এদিকে যুদ্ধাপরাধী খুনি রাজাকার চক্রও বসে নেই। জটিকা আক্রমন করে ব্যাপক ধ্বংশাত্ম কর্মকান্ড চালিয়ে যাচেছ। পুলিশের উপর সরাসরি আক্রমনসহ যানবাহন ভাংচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। তারা ভাড়াটে লোক ও মিডিয়াকে দিয়ে অপকৌশলে বিভিন্ন কুৎসা রটাচ্ছে।আমরা জানি, মূলত যুদ্ধারপাধীরা্ই এদেশে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে সাম্প্রদায়িক রাজনীতি আমদানী করেছে। যুদ্ধাপরাধীদের নেতৃত্বে জামাত-শিবিরসহ সাম্প্রাদায়িক রাজনীতিক চক্র তৈরী হয়েছে। শুরু থেকে এরা বাংগালী জাতিসত্তা ও সংস্কৃতিকে ধ্বংশ করার জন্য খুন-সন্ত্রাসী-দালালী ও ধর্মব্যবসার মত ঘৃন্য কর্মকান্ড করে আসছে। আর এসব কাজে এদের অর্থায়ন করছে তাদের প্রতিষ্ঠিত কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান। অর্থনৈতিক বিশ্লষকগণ বলছেন দেশে সাম্প্রদায়িক-জঙ্গীবাদী অর্থের পরিমান কয়েক হাজার কোটি টাকা। তাই কয়েকজন যুদ্ধাপরাধীর ফাঁসি হলেই এদের স্বাধীণতা বিরোধী কার্যক্রম বন্ধ হবে না্। এ কারনেই শাহবাগসহ সারাদেশ থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীর সাথে আরো কিছু দাবী স্পষ্ঠ ও তীব্রতর হচ্ছে।



১. মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি - যারা খুন-ধর্ষনসহ দেশবিরোধী কার্যক্রম করেছে বা করছে এরাই যুদ্ধাপরাধী, এদের ফাঁসি চাই।

২. জামাত-শিবিরসহ সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

৩. জামাত-শিবিরের আশ্রয়-প্রশ্রয়দানকারীদের জাতীয় শক্র হিসেবে চিহিৃত করতে হবে এবং বর্জন করতে হবে।

৪. জামাত-শিবিরের অর্থায়নকারী প্রতিষ্ঠান ইসলামী বাংক,ইবনে সিনা,রেটিনাসহ সকল প্রতিষ্ঠাস বাজেআপ্ত করতে হবে।

৫.জামাত-শিবিরসহ সাম্প্রদায়িক ও গণবিরোধী প্রচার মাধ্যম সংগ্রাম পত্রিকা,সোনার বাংলা পত্রিকা, তাদের সমর্থনকারী আমার দেশ পত্রিকাসহ সকল পত্রিকা নিষিদ্ধ করতে হবে। দিগন্ত টেলিভিশন এবং তাদের সমর্থনকারী অন্যান্য টেলিভিশন চ্যানেল নিষিদ্ধ করতে হবে।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.