![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মশিউর রহমান মিঠু।জীবনচিত্র নিয়ে চিন্তাভাবনা করি,গান লেখি, একদিন গান/সুর শুনতে না পারলে অস্থিরবোধ করি। কবিতা লিখি। কয়েকটা কবিতা একটা বই এর মধ্যে রাখছি Link : http://www.somewhereinblog.net/blog/mashiurmithublog/29706192/invite বইটা ভাষাচিত্র প্রকাশনীতে আছে। ফিচার টাইপ লেখাও লিখি Link : http://www.4shared.com/office/QPnWG0St/Notun_Mudrai_Tumi.html আরো কিছু http://www.4shared.com/office/Rk8YQb0S/bijoy_1993.html http://mindkites.blogspot.com/,http://mashiurmithu.wordpress.com http://www.facebook.com/mithulalon, http://twitter.com/mithulalon https://plus.google.com/u/0/+MashiurRahmanMithu/posts http://mashiurmithu.wordpress.com http://mindkites.blogspot.com/ জগতের সকল বিষয়ে পড়ায় আগ্রহ। গল্প উপন্যাস পড়ি, মনচাইলে গল্প লিখে রাখি। সক্রেটিস-লালন শাহ,-আরজ আলী মাতুব্বর আমাকে প্রশ্ন করতে উৎসাহিত করেন। সাদাকে সাদা,কালোকে কালো বলতে ভালো লাগে।।
না জেনে কাউকে নাস্তিক বলা ইসলাম বিরোধী। কে নাস্তিক তা আল্লাহ ই ভালো জানেন। বরং জামাতে ইসলাম (আসল ইসলাম নয়) ও জঙ্গীবাদী নাস্তিকের চাইতেও ও খারাপ।
জঙ্গী ও জামাতে ইসলাম মানুষ খুন করে।
কিন্তু কোন নাস্তিক মানুষ খুন করেনা।
জামাতে ইসলাম মিথ্যাচার করে।
কিন্তু কোন নাস্তিক মিথ্যা বলে না।
জামাতে ইসলাম ধর্মব্যবসা করে।
কিন্তু কোন নাস্তিক ধর্মব্যবসা করে না।
সুতবাং খুনী,মিথ্যাবাদী ও ধর্মব্যাবসায়ীদের রক্ষা করতে যারা শাহবাগের আন্দলনকারীদের নাস্তিক বলে আখ্যা দিচ্ছেন গিবতকারীদের সম্পর্কে সাবধান।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
মরমি বলেছেন: ব্লগার রা নাস্তিক নয়
রাজাকার নয়
জঙ্গি নয়
তারা সবাই যুদ্ধাপরাধির বিচার চায় ।
সহমত।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
+++++++++
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
ফায়ারম্যান বলেছেন: হাটহাজারীতে আজ ব্লগারদের যে শাস্তি দাবি করা হয়েছে তার মূলে রয়েছে থাবা বাবা ও আসিফের মত কুখ্যাত কতিপয় ব্লগার। দুস্কৃতিকারীদের নিয়ে কখনো কোন আন্দোলন সফল হয় না। এদের দুর্গন্ধের কারণে এই আন্দোলনে আলেমগণ সমর্থন দিতে পারছে না। আসিফ থাবা বাবারা আন্দোলনে যতটুকু অবদান রেখেছে তার চাইতে হাজারগুণ বেশি অবদান রেখেছে এই আন্দোলনকে বিতর্কিত করতে। শাহবাগে আন্দোলনের সাথে যারা যুক্ত আছেন, তাদের মধ্য কোন বিতর্কিত ব্যক্তি থাকলে ঝেটিয়ে বিদায় করুন। কারণ এই ধরণের ব্যক্তিরা আন্দোলনে যতটুকু অবদান রাখছে তার চেয়ে আন্দোলনকে ক্ষতিগ্রস্হ করছে বেশি।
কুখ্যাত নাস্তিক থাবা এই আন্দোলনের লাখো মানুষের মধ্যে একজন মাত্র... সে এই আন্দোলনের রিপ্রেজন্টেটিভ বা মুখপাত্র না... এই আন্দোলন বাংলার মানুষের দাবী... থাবার ধর্ম বিরোধি লেখায় তার ব্যক্তিগত বিশ্বাস ফুইটা উঠছে... শাহবাগের সকল মানুষের না ।
আসিফ থাবা বাবারা আন্দোলনে যতটুকু অবদান রেখেছে তার চাইতে হাজারগুণ বেশি অবদান রেখেছে এই আন্দোলনকে বিতর্কিত করতে।এই ধরণের ব্যক্তিরা আন্দোলনে যতটুকু অবদান রাখছে তার চেয়ে আন্দোলনকে ক্ষতিগ্রস্হ করছে বেশি।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
আলোকন বলেছেন: Fireman er commente sohomot
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
মেহেদী_হাসান বলেছেন: ফায়ারম্যান বলেছেন: হাটহাজারীতে আজ ব্লগারদের যে শাস্তি দাবি করা হয়েছে তার মূলে রয়েছে থাবা বাবা ও আসিফের মত কুখ্যাত কতিপয় ব্লগার। দুস্কৃতিকারীদের নিয়ে কখনো কোন আন্দোলন সফল হয় না। এদের দুর্গন্ধের কারণে এই আন্দোলনে আলেমগণ সমর্থন দিতে পারছে না। আসিফ থাবা বাবারা আন্দোলনে যতটুকু অবদান রেখেছে তার চাইতে হাজারগুণ বেশি অবদান রেখেছে এই আন্দোলনকে বিতর্কিত করতে। শাহবাগে আন্দোলনের সাথে যারা যুক্ত আছেন, তাদের মধ্য কোন বিতর্কিত ব্যক্তি থাকলে ঝেটিয়ে বিদায় করুন। কারণ এই ধরণের ব্যক্তিরা আন্দোলনে যতটুকু অবদান রাখছে তার চেয়ে আন্দোলনকে ক্ষতিগ্রস্হ করছে বেশি।
কুখ্যাত নাস্তিক থাবা এই আন্দোলনের লাখো মানুষের মধ্যে একজন মাত্র... সে এই আন্দোলনের রিপ্রেজন্টেটিভ বা মুখপাত্র না... এই আন্দোলন বাংলার মানুষের দাবী... থাবার ধর্ম বিরোধি লেখায় তার ব্যক্তিগত বিশ্বাস ফুইটা উঠছে... শাহবাগের সকল মানুষের না ।
আসিফ থাবা বাবারা আন্দোলনে যতটুকু অবদান রেখেছে তার চাইতে হাজারগুণ বেশি অবদান রেখেছে এই আন্দোলনকে বিতর্কিত করতে।এই ধরণের ব্যক্তিরা আন্দোলনে যতটুকু অবদান রাখছে তার চেয়ে আন্দোলনকে ক্ষতিগ্রস্হ করছে বেশি।
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৩
সিবাক বলেছেন: আপনার কথা সত্য, সুধু "কিন্তু কোন নাস্তিক মিথ্যা বলে না" এই লাইনটা নিয়ে একটু বলতে চাই, তাদের 'জীবন তত্ত'টাই মিথ্যা, আর এই মিথ্যার উপরই তারা চলতে থাকে.....
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: আর ব্লগার রা নাস্তিক নয়
রাজাকার নয়
জঙ্গি নয়
তারা সবাই যুদ্ধাপরাধির বিচার চায়