নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মশিউর রহমান মিঠু

মরমি

মশিউর রহমান মিঠু।জীবনচিত্র নিয়ে চিন্তাভাবনা করি,গান লেখি, একদিন গান/সুর শুনতে না পারলে অস্থিরবোধ করি। কবিতা লিখি। কয়েকটা কবিতা একটা বই এর মধ্যে রাখছি Link : http://www.somewhereinblog.net/blog/mashiurmithublog/29706192/invite বইটা ভাষাচিত্র প্রকাশনীতে আছে। ফিচার টাইপ লেখাও লিখি Link : http://www.4shared.com/office/QPnWG0St/Notun_Mudrai_Tumi.html আরো কিছু http://www.4shared.com/office/Rk8YQb0S/bijoy_1993.html http://mindkites.blogspot.com/,http://mashiurmithu.wordpress.com http://www.facebook.com/mithulalon, http://twitter.com/mithulalon https://plus.google.com/u/0/+MashiurRahmanMithu/posts http://mashiurmithu.wordpress.com http://mindkites.blogspot.com/ জগতের সকল বিষয়ে পড়ায় আগ্রহ। গল্প উপন্যাস পড়ি, মনচাইলে গল্প লিখে রাখি। সক্রেটিস-লালন শাহ,-আরজ আলী মাতুব্বর আমাকে প্রশ্ন করতে উৎসাহিত করেন। সাদাকে সাদা,কালোকে কালো বলতে ভালো লাগে।।

মরমি › বিস্তারিত পোস্টঃ

নিষ্ঠুর দরদীয়া কলম: বাংলাদেশের পরবিারঘনতন্ত্র

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৬

বাংলাদেশে ভয়ারহ পরিবারঘনতন্ত্র বিরাজ করছে। এটি পৃথিবীতে আজ বিরল। আবর বিশ্বের কোথায় রাজারতন্ত্র লক্ষ্য করা যায়। মায়ানমারসহ কোন কোন দেশে ক্ষয়ি¯œু আর্মিতন্ত্র আছে। পাকিস্তানও তার জন্মের ইতিহাসে প্রথমবারের মত বেসামরিক সরকারের পূর্ণমেয়াদ পার করল (সাবাস অদ্ভুততন্ত্র!)। পরিবারতন্ত্র থেকে আর্মিতন্ত্র বা রাজারতন্ত্রকে ক্ষেত্রবিশেষ ভালো বলা চলে। রাজা বা আর্মিতন্ত্রে এক জনের শাসন জনগনের উপর জাঁকিয়ে বসে। জনতার মরন বাঁচনের পরওয়ারদিগার একজন। কিন্তু আমাদের দেশের জনগনের জীবন-মরনের মালিকানা দুটি দল ভাগাভাগি করে নিয়েছে। দুটি দল মানে দুটি পরিবার। এ দুটি পরিবারের স্তবস্তুতি করাই অন্যদের কাজ। দলের অন্যান্যদের প্রধানতম যোগ্যতা হল পরিবার দুটিকে তেলায়াৎ করা। এ সংস্কৃতি ব্যক্তি পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে বিস্তার লাভ করেছে। ব্যানারে-পোষ্টারে,শ্লোগানে-বক্তৃতায় শুধু এ পরিবারদুটির স্তুতি ছড়ানো হচ্ছে। যেমন : আবুল ভাই বাঁছলে বাংলাদেশ বাঁচবে। জননেতা মকবুল ভাই এর কারনে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, ইত্যাদি। এখন দুটি দলই ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। ক্ষমতায় যাওয়াটা তাদের জন্য বাঁচা মরার লড়াই । এ পক্ষ ক্ষমতায় থাকলে অপর পক্ষের উপর সীমাহীন নির্যাতন চালাতে পারবে আর ক্ষমতায় থাকতে না পারলে একইভাবে সীমাহীন নির্যাতনের শিকার হবে। দল ক্ষমতায় যেতে পারলে আবুল-মুকবুল ভাইয়েরা ছলেমা-কল্পনা বোনেরা দলের ভিতরে থেকে তেলেসমাতি করে কোটি কোটি টাকা লুটপাট করতে পারবে। এ পরিস্থিতিটা এ দুইটা দলই সৃষ্টি করেছে। এ দিকে মিথ্যাবাদী বণিকের দল সুযোগ খুঁজতেছে লর্ডক্লাইভের মত, দুই দলের মধ্যে ষড়যন্ত্রের জাল তৈরী করে কিভাবে পুরো দেশ দখল করা যায়। তাদের কাছে জনগণ এখন আলুর দম। তবে তাদের এ কথা জানা দরকার যে, জনগন আবুল নন। আসল বিচার তারাই করবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

ফার্ুক পারভেজ বলেছেন: জ্বি বলেছেন ঠিকই
মোদের আখি আটকে আছে শুধু ঐ দুটিতে ;)

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

মরমি বলেছেন: এটাই আমাদের দু:খ। ধন্যবাদ আপনাকে। আপনার লগোটা আনেক সুন্দর। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.