![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মশিউর রহমান মিঠু।জীবনচিত্র নিয়ে চিন্তাভাবনা করি,গান লেখি, একদিন গান/সুর শুনতে না পারলে অস্থিরবোধ করি। কবিতা লিখি। কয়েকটা কবিতা একটা বই এর মধ্যে রাখছি Link : http://www.somewhereinblog.net/blog/mashiurmithublog/29706192/invite বইটা ভাষাচিত্র প্রকাশনীতে আছে। ফিচার টাইপ লেখাও লিখি Link : http://www.4shared.com/office/QPnWG0St/Notun_Mudrai_Tumi.html আরো কিছু http://www.4shared.com/office/Rk8YQb0S/bijoy_1993.html http://mindkites.blogspot.com/,http://mashiurmithu.wordpress.com http://www.facebook.com/mithulalon, http://twitter.com/mithulalon https://plus.google.com/u/0/+MashiurRahmanMithu/posts http://mashiurmithu.wordpress.com http://mindkites.blogspot.com/ জগতের সকল বিষয়ে পড়ায় আগ্রহ। গল্প উপন্যাস পড়ি, মনচাইলে গল্প লিখে রাখি। সক্রেটিস-লালন শাহ,-আরজ আলী মাতুব্বর আমাকে প্রশ্ন করতে উৎসাহিত করেন। সাদাকে সাদা,কালোকে কালো বলতে ভালো লাগে।।
সাভারের মানবিক বিপর্যয় নিয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী বলেছেন, "সরকার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারই পরিণাম এ গজব।"
এ কথা বলে তিনি ভবনের দূণিতিবাজ মালিক ও রক্ত লোলুপ গার্মেন্টস মালিকদের দায়মুক্ত করলেন। কারন আল্লাহর গজবের উপর কারো হাত নাই।
আসলে হেফাজত-জামাত ও এসব অসৎ গার্মেন্টস মালিকদের মধ্যে অনেক মিল আছে। যেমন-গার্মেন্টস মালিক ব্যবসা করে গরীর নারীদের নিয়ে আর হেফাজত ব্যবসা করে গরীব মাদ্রাস ছাত্রদের নিয়ে। যে কারনে গার্মেন্টস শ্রমিকদের উদ্ধার তৎপরতায় ও রক্ত চোষা মালিকদের বিরুদ্ধে তাদের দেখা যায় না।
২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬
যোগী বলেছেন: আল্লাহ এর গজবই যদি পড়ে থাকে তাহলে সরকারের লোক মারা যাওয়া উচিৎ ছিল, সাধারন লোকের মারা যাওয়ার কথা না।
শালা বেকুব হেফাজতি
০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৫১
মরমি বলেছেন: আল্লাহ এর গজবই যদি পড়ে থাকে তাহলে সরকারের লোক মারা যাওয়া উচিৎ ছিল, সাধারন লোকের মারা যাওয়ার কথা না। সহ মত।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০১
পিচ্চি পোলা বলেছেন: হেজাফতের সরি হেফাজতের ছাগুরা দেশটারে তালেবানি রাষ্ট্র বানানোর খোয়াব দেখছে
০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৫৪
মরমি বলেছেন: ব্যবসারে ভাই ব্যবসা! যারা তালেবানি রাষ্ট্র চায় তাদের নিয়ে জামাত হেফাজত ব্যবসা করে।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৮
এ জাফর বলেছেন: দেখবেন কেমনে? আপনার চোখে তো ঠুলি পড়েছে। হেফাজতে ইসলাম গতকালই ১০০০ ব্যাগের উপর রক্ত দিয়েছে। ঘটনার পর পর হেফাজতে ইসলামই প্রথম থেকে উদ্বার তৎপরতায় অংশগ্রহন করে আসছে। ল্যপটবে বসে বসে ব্লগিং করলে তো আর ঘটনাস্থলের অবস্থা বুঝা জায় না?
৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪
সত্য কথা বলি বলেছেন: গজব কি এমনি আসে নাকি মূর্খের দল ! গজব আসে কিছু অমানুষের অপরাধের কারণে ।
০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৫৯
মরমি বলেছেন: ওসব মানুষের মধ্যে সফি হুজুর প্রধান।@আল্লাহ এর গজবই যদি পড়ে থাকে তাহলে সরকারের লোক মারা যাওয়া উচিৎ ছিল, সাধারন লোকের মারা যাওয়ার কথা না।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২
যে শহর চোরাবালি বলেছেন: আগামীকালকে বাআল সরকার পরিচালিত বিজিএমি প্রযোযিত ৪ লাখ নারী শ্রমিকের অংশগ্রহনে অনুষ্ঠিতব্য ; পূর্বঘোষিত ' নারী সমাবেশের ' কি আপডেট ?????
০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:০২
মরমি বলেছেন: ওরা মানবিক কারণে তাদের কর্মসূচী স্থগিত করেছে। আর হেফাজত ?
৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩
নুসরাতসুলতানা বলেছেন: হেফাজত , জামাত , লীগ , বিএনপি ....এদের কথা আর পড়তে ভাল লাগছেনা। মানুষ মরছে ..জীবনের জন্য অনেকে লড়ছে এখনও..।
০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:০৪
মরমি বলেছেন: নিরীহ পোষাক শ্রমিকদের দুর্বৃত্তরা হত্যা করেছে আর হেফাজত তার দায়মুক্তি করছে।
৮| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭
শাহীন উল্লাহ বলেছেন: আসামী ধরার দায়িত্ব কার ???
জামাতের? হেফাজতের?বিএনপির?সাধারন মানুষের ?????
নাকি সরকারের???????????
৯| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:০৬
মরমি বলেছেন: হেফাজত তো সে ধরণের গঠনমূলক সমালোচনার মধ্যে নাই।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: দুপক্ষই ব্যাবসায়ী!