নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহসা জেগে উঠবো

ভাসমান

যা চাই তা পাই বলে কোন কষ্ট নেই আমার। চাওয়া আর পাওয়ার মাঝে যে ফাঁকটুকু তা পূরণের চেষ্টায় আছি। ব্যস্ত থাকতে পছন্দ করি। এতটুকু যদি অবসর পাই তো প্রিয়জনদের স্মরণ করি। ভালোবাসি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। ভালোবাসি সুন্দর মনের মানুষদের। যে কেউ এক কথায় বন্ধু হতে পারেন। এখনও ভেসে আছি জীবন সমুদ্রে ডুবে যাওয়ার অপেক্ষায়। [email protected] Mobile:00447932265819 Blood group: A+

ভাসমান › বিস্তারিত পোস্টঃ

প্রেমের নাম বদনা

১০ ই আগস্ট, ২০০৬ রাত ৮:৩৩

দেশে থাকতে বুঝি নাই সে যে আমার কত আ পন ছিলো।এখন প্রতিদিনই তার শূন্যতা অনুভব করি। যেখানেই যাই যেদিকেই যাই সে নাই (চাপা না) ফ্লাটের অন্যান্য মেম্বারদের জিজ্ঞেস করলাম তারকথা। বললো সে তোমার দেশের ব্যাপার, এখানে নাই। ইংলিশ কালচারে অব্যস্থ হয়ে যাও। ছি ছি ঘেন্না ঘেন্না ইংলিশ কালচার? নাহ, তার প্রয়োজন আর কেউ মেটাতে পারবেনা। দেশে ফোন করে মাকে বললাম। মা দিল বকা, এখনো ছাগলামি? যেখানে যে কালচার সেখানে সেটা মানিয়ে নিতে হয়।

মায়ের কথা ফেলনা নয়।কি আর করা টিস্যু নামক একজনকে দুধের সাধ ঘোলে মেটাবার মতই ব্যবহার করতে লাগলাম। একদিন সকালে চা বনাতে গিয়ে দুধের গ্যালনের দিকে নজর পড়লো। ভাবলাম এই খালি গ্যালনটাকে ব্যবহার করিনা কেন। যেই ভাবা সেই কাজ। এভাবে অতি বেদনা কষ্টে যখন দিন যচ্ছিলো হঠাৎ একদিন আমার এক বন্ধুর সাথে দেখা। তাকে ঘটনা খুলে বললাম। সে এমন হাসি দিলো যেন আমার কষ্টে সে খুব খুশি। বললো চল তোর "তার" খবর আমার কাছে আাছে।

অবশেষে এক বাঙ্গালী দোকানে তার দেখা মিললো। দাম মাত্র দুই পাউন্ড।

সে যে আমার প্রিয় বদনা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০০৬ রাত ৩:১৪

অতিথি বলেছেন: হে হে এক্কেরে মনের কথাটা কইছেন।

২| ১১ ই আগস্ট, ২০০৬ রাত ৩:৫৭

অতিথি বলেছেন: ভেরি ট্রু!!!!

আপনার প্লেনে কখনো হাগা চাপছিল। ঐখানে শালা পানিও থাকে না। হুদা টিস্যু দিয়া মুইছা আসতে হয়।

আমার একবার 32 ঘন্টার প্লেনে কাটায়তে হয়ছে। ব্রাজিল থেকে মালায়শিয়া আসছিলাম।

আকাশে হাগার মজা টা বুঝলাম সেই দিন।

৩| ১১ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:১৩

অতিথি বলেছেন: হা হা হা ... কত কিছু ইউজ করছি! ... দুধের কন্টেইনার, কোকের বোতল ...এটা সেটা ...
শেষে একদিন দেখলাম বাগানে পানি দেয়ার জন্য প্রায় বদনার মতোই দেখতে একটা মাল আছে ... কিনা আনলাম ... সমস্যা সমাধান :)

৪| ১১ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:৪৩

অতিথি বলেছেন: Nice! so funny but real feelings!

৫| ১১ ই আগস্ট, ২০০৬ সকাল ৮:৫৮

রাগ ইমন বলেছেন: আহা রে!
বিদেশ গেলে মনে রাখতে হবে!!!!

৬| ১১ ই আগস্ট, ২০০৬ বিকাল ৪:১৫

ভাসমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ সবাইকে।
সবাই দেখি বদনারে আমার মতই ভালোবাসেন।
(বদনা মাকায় এবার ইলাকশান করুম। ভোটটা কইলাম আমারে দিয়েন)

৭| ১১ ই আগস্ট, ২০০৬ বিকাল ৪:৩৩

অতিথি বলেছেন: আয় হায়! চাটগাঁইয়ারাতো আংগো নোয়াখালিততন বহুৎ পিছাইয়া আছে। আন্নেরা কাফিরগো দ্যাশে গ্যালে লগে ওউগ্গা বদনা লন না কিয়ের লাই?

৮| ১১ ই আগস্ট, ২০০৬ বিকাল ৪:৪৫

ভাসমান বলেছেন: হে হে হে আন্নেগো মতন যিআনে যান বদনা লইয়া যামুনি?
নোয়াখাইল্লা
দশ থালা খাইয়া কয় পেট খাইল্লা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.