নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

ঈদে যাত্রীদের চাপ কমাতে মেরামত হচ্ছে ট্রেনের ৬০টি বগি

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬



আসন্ন ঈদে ঘরমুখো মানুষের স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় রেকর্ড সংখ্যক যাত্রীবাহী বগি মেরামতের কাজ চলছে। ঈদের আগে ও পরে পশ্চিম রেলে বাড়তি ২০ হাজার যাত্রী পরিবহন করতে আন্তঃনগর ট্রেনের সঙ্গে এসব অতিরিক্ত বগি চলাচল করবে। বর্তমানে কারখানার তিনটি উপ-কারখানায় (শপ) মোট ৬০টি বগির মেরামত কাজ পুরোদমে চলছে। কারখানার মাসিক বগি মেরামত সিডিউল এবং প্রকল্পের আওতায় গত জুন মাস থেকে এসব বগির মেরামত কাজ শুরু হয়। বাড়তি বগি মেরামতের লক্ষ্য পূরণে দৈনিক কর্মঘন্টার সঙ্গে আরও একঘন্টা বাড়তি শ্রম দিচ্ছেন সংশ্লিষ্ট শপের কারিগর ও প্রকৌশলীরা। সারাদেশের মহাসড়কের নাজুক অবস্থার পাশাপাশি সড়ক দুর্ঘটনা এবং অতিরিক্ত ভাড়ার কারণে ট্রেনমুখী হয়ে উঠেছে যাত্রীরা। এই আগ্রহের কারণে ঈদে অধিক সংখ্যক যাত্রী বহনের বিষয়টি বিবেচনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে ট্রেনমুখী অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য পুরাতন যাত্রীবাহী বগি সচল করতে বগি মেরামতের কাজ করা হচ্ছে কারখানায়। এসব বগির সংখ্যা বৃদ্ধির জন্য বিদেশ থেকে কোন বগি আমদানি করা হচ্ছে না। কারখানায় রাখা জরাজীর্ণ পুরাতন বগিগুলো মেরামত করে সচল করা হচ্ছে। দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার সাড়ে ৩ হাজার পদের বিপরীতে জনবল রয়েছে মাত্র দেড় হাজার। এই স্বল্প সংখ্যক জনবল দিয়ে সর্বোচ্চ কাজ করছে শ্রমিকরা। ঈদকে সামনে রেখে বর্তমান সরকারের এ পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবি রাখে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.