![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
দীর্ঘদিন যাবৎ দেশে জ্বালাও পোড়াও চালিয়ে খালেদা জিয়ার ভাইয়ের ছেলের বিয়ে উপলক্ষে বিএনপি সকল কর্মসূচী বাদ দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে । এধরণের স্বার্থান্বেসী গোষ্ঠী দেশের মঙ্গলের কথা কোন দিনই ভাবেনি । নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য তারা দেশ ধ্বংস করে দিতেও কুন্ঠাবোধ করে না। ২৬ থেকে ২৯ শে ডিসেম্বর পর্যন্ত সাইদ ইস্কান্দারের ছেলে যায়েদ ইস্কান্দারের জাকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এই সম্পূর্ণ সময়ে বিএনপি-জামাত কোন হরতাল অবরোধ কর্মসূচী দেয়নি । রাজাকারের দল জামাত যে বিএনপি মদদপুষ্ট তা এখানে স্পষ্ট বুঝা যায় । খালেদার ভাইয়ের ছেলের বিয়েতে নগ্ন উল্লাসে মেতে উঠার জন্য বক ধার্মিক জামাতেরও কোন কর্মসূচী নেই । শত কাদের মোল্লার ফাঁসি হলেও বিএনপি নেত্রীর আনন্দে তারা উল্লাসিত । তাদের এসমস্ত ভন্ডামী সমগ্র জাতির কাছে আজ স্পষ্ট । রাজাকারের বিরুদ্ধে সমগ্র জাতি আজ একতাবদ্ধ । স্বাধীনতার বিরোধী শক্তির পরাজয় অনিবার্য । তাই নির্বাচনের আশা বাদ দিয়ে বিএনপি-জামাত আজ ভিন্নপথে আনন্দ খোঁজার চেষ্টা করছে ।
©somewhere in net ltd.