নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

কি ভাবছেন তারেক রহমান? মসনদে বসার স্বপ্ন শুধুই দুঃস্বপ্ন

০২ রা জুলাই, ২০১৪ দুপুর ২:৫২

বিএনপি এখন নামেমাত্র এক অসহায় বিরোধী দল। দেশ যেভাবেই চলুক, বেগম জিয়ার দলের আন্দোলন করার একেবারেই মুরোদ নেই। মাঝে মধ্যে প্রচার মাধ্যমে খালেদা জিয়া ও মির্জা ফখরুল হৈ চৈ করা ছাড়া আর কি-ইবা করতে পারেন। গত ৩৬ বছরে বিএনপি নামের রাজনৈতিক দলটি আজকের মতো এমন অসহায়, দুরবস্থায় আর পতিত হয়নি। এই অবস্থায় দলের অস্তিত্ব এবং নিজের নেতৃত্ব টিকিয়ে রাখতে চতুর তারেক রহমান নতুন কৌশল অবলম্বন করছেন। পলাতক এই বিএনপি নেতা কয়েকদিন পর পর এমন অবাস্তব ও আক্রমণাত্মক কথা বলেন, যা নিয়ে প্রচার মাধ্যমে রীতিমতো হৈ-চৈ শুরু হয়ে যায়। টেলিভিশনের টক শো এবং বিভিন্ন জাতীয় দৈনিকে এ নিয়ে ব্যাপক আলোচনা হয়। বলতে গেলে কয়েকদিন খবরের হেডলাইনে থাকেন তারেক রহমান। তারেক নিশ্চিত জানেন, মুজিবই রাষ্ট্রপতি ছিলেন, জিয়া নন। তারেক এটাও জানেন, শেখ মুজিব অবৈধ নন, বৈধ প্রধানমন্ত্রী ছিলেন। জিয়া পুত্র এটাও বেশ ভালোভাবে জানেন, জিয়া হত্যাকান্ডে এরশাদ জড়িত, শেখ হাসিনা নন। জিয়া হত্যার পর হাসিনা নয়, এরশাদই রাষ্ট্রপতি হয়েছিলেন। তারপরেও তারেক রহমান কয়েক মাস ধরে এসব উদ্ভট ও আবোল তাবোল বক্তব্য দিয়ে যাচ্ছেন কেন? শুধুই কি প্রচার পাওয়ার জন্য? এর উত্তর একমাত্র দিতে পারেন তারেক রহমান নিজে। কারও কারও মতে, বিখ্যাত মানুষদের বিরোধিতা করলে লোকসানের চেয়ে লাভই বেশি হয়। এই বাংলাদেশেও এর প্রমাণ রয়েছে। তারেক রহমান কি তাহলে সে পথ অনুসরণ করেই বঙ্গবন্ধু ও তার কন্যার বিরোধিতা করা শুরু করেছেন? তারেক রহমানের মনে কি এমন ভাবনার উদয় হয়েছে বিএনপি বিরোধী দল হিসেবে ব্যর্থ হলেও আওয়ামী লীগ চিরকাল ক্ষমতায় থাকবে না। একদিন আপনা আপনিই আওয়ামী লীগ সরকারের পতন হবে। তখন যারা ক্ষমতায় আসবেন, তারা মুজিব ও হাসিনাবিরোধী হিসেবে তারেক রহমানকে ক্ষমতার অংশীদার করবেন? এই প্রশ্নের উত্তরও একমাত্র দিতে পারেন তারেক রহমান। জিয়া পুত্রের এই রাজনৈতিক দেউলিয়াপনা, হঠকারিতা, ইতিহাস বিকৃতি এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনাবিরোধী নির্জলা মিথ্যাচারের পরিণতি শেষ পর্যন্ত কি দাঁড়ায় তা দেখার জন্য আমাদেরকে আরও কিছুকাল অপেক্ষা করতে হবে।





























মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.