![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
রামছাগলদের বলার কিছু নেই। কিন্তু রামছাগলরা যে মানুষদেরও রামছাগল ভাবতে শুরু করেছে, সেটা কি সহ্য করা উচিত? নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে, সেটা সহ্য করতে পারছে না বিএনপি। তাই খুঁজে খুঁজে দোষ বের করলো মির্জা ফকরুল; দুর্নীতি করার জন্যই নাকি সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছে! দুর্নীতিবাজরা সেরকম ভাবতেই পারে। ধরে নেয়া যাক, তাদের কথাই ঠিক। ভাল কথা, তাহলেও তো পদ্মা সেতু হবে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ তো পদ্মা সেতু দিয়ে যাতায়াত করতে পারবে! কিন্তু দিনে দুপুরে জেনেশুনে ডাহা মিথ্যা কথা মানুষ বলে কি করে? পদ্মা সেতু তৈরী করছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানী, যারা এর আগে লালন শাহ সেতু তৈরী করেছে। মির্জা ফকরুল বলছেন, এদের নাকি কোন নাম-ঠিকানাই নাই; যদিও মির্জা ফকরুল নিজেই ভাল করে জানে, চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানী আদ্যপান্ত; কারণ লালন সেতু তাদের আমলেই হয়েছে। তবুও মির্জা ফকরুল প্রকাশ্যে মিথ্যা কথা বলছেন কেন? মানুষকে নিশ্চয়ই তিনি রামছাগল ভেবেছেন? এসব ভন্ডদের কোন রাজনৈতিক বক্তব্য নেই, কোন রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য নেই। তারা বলার কথা খুঁজে পায় না; তাই প্রতিদিন মিথ্যা কথা বলেন, বিকৃত তথ্য মানুষের কাছে হাজির করেন। এমন অর্বাচীন রামছাগলদের প্রত্যাখ্যান করুন।
©somewhere in net ltd.