![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
বিশ্বের বিভিন্ন দেশের পযর্টকদের আকৃষ্ট এবং উন্নতমানের পযর্টন সেবা দিতে কক্সবাজারের সমুদ্র সৈকতে আর্ন্তজাতিক মানের পাচঁ তারকা হোটেল নির্মাণ করছে সরকার। পাচঁ তারকা হোটেল নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৩৫০ কোটি টাকা। বাংলাদেশের পযর্টন শিল্পের বহুমাত্রিক বিকাশ এবং এই শিল্প বিকাশে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে ২০১২ সালের ফেব্রূয়ারি মাসে পিপিপির আওতায় প্রকল্প নিয়ে আন্তমন্ত্রণালয়ে এক সভায় “Establishment of Internional Standard Tourism Complex at Existing Motel Upal Compound oF BPC at Coxs Bazar” শীর্ষক প্রকল্পটি পাবলিক- প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি)’র আওতায় বাস্তবায়নের জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটাই হবে আধুনিক বিভিন্ন সুবিধা সংবলিত একটি আন্তরজাতিক মানের পাচঁ তারকা হোটেল। ৫.৭৬ একর জমির উপর এ হোটেলটি নির্মাণ করা হবে যা নির্মাণ কাজের ব্যয়ের চেয়ে জমির মূল্য ২ কোটি ২৬ লাখ টাকা বেশি। প্রকল্পটি বাস্তবায়িত হলে পযর্টকদের জন্য উন্নতমানের পযর্টন সেবা নিশ্চিত হবে পাশাপাশি প্রচুর রাজস্ব আয় বৃদ্ধি পাবে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
©somewhere in net ltd.