নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলাকাশ

নিলাকাশ › বিস্তারিত পোস্টঃ

উত্তম নামসমূহ তাঁরই (পর্ব-১)

২৮ শে মে, ২০১৮ সকাল ১১:৩৩



আমাদের অনেকেরই ড্রয়িং রুমে বড় বোর্ডে বাঁধাই করা ১টা ছবি শোভা পায় যেখানে আল্লাহ্‌র ৯৯ টা নাম আরবিতে লেখা আছে । আমরা এটা ড্রয়িং রুমের শোভা বর্ধনের জন্য নাকি এটা পুণ্যের কাজ মনে করে করি ? কিন্তু উদ্দেশ্য যাই হোক, এটা ড্রয়িং রুমে নয় বরং এটাতো থাকা উচিৎ প্রত্যেকের অন্তরে । আর, এর বিনিময়ে আল্লাহ্‌ তা'আলা আমাদেরকে এক চরম সফলতার আশ্বাস দিয়েছেন ।

আলী ইবনু আবদুল্লাহ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহ তা'আলার নিরানব্বই নাম আছে (এক কম একশ নাম) । আল্লাহ তা'আলা বেজোড় । তাই তিনি বেজোড়ই পছন্দ করেন । যে ব্যাক্তি এগুলোর হিফাযত করবে সে জান্নাতে প্রবেশ করবে ।
[ সহীহ বুখারী (ইফাঃ), ৫৯৬৮; সুনানে ইবনে মাজাহ, ৩৮৬১ ]

এই নামগুলো মনে রাখার বিনিময়ে আল্লাহ্‌ তা'আলা আমাদের জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন !! কত বড় বিনিময় এটা !!! কিন্তু, কতজন আমরা এই নামগুলো জানি এবং এগুলোর অর্থ জানি ?

এই নামগুলো আল্লাহ্‌র গুণবাচক নাম; বান্দার নিকট আল্লাহ্‌র দেয়া নিজের পরিচয় । আল্লাহ্‌র এই গুণবাচক নাম ও এগুলোর অর্থ জানা থাকলে আমরা আমাদের দোয়াগুলো আরও অনেক সুন্দর করতে পারি । যেমন, আল্লাহ তা'আলা আল মুজিব, যিনি দোয়ার উত্তর দেন । আমরা নাম আর অর্থটা শিখে নিয়ে দোয়ার সময় বলতে পারি, “ইয়া আল্লাহ, আপনি তো আল মুজিব, দোয়ার উত্তরদাতা । আমি জানি আপনি আমার দোয়ারও উত্তর দিবেন । আমার কাজ সহজ করে দিন মালিক ।” কিংবা আমরা নিজের গুনাহের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি “ইয়া আল্লাহ্‌, আমরা নফসের তাড়নায় পড়ে বার বার গুনাহ করে ফেলি । আপনি তো আল গাফফার, বার বার ক্ষমা করেন; আপনি আমাকে ক্ষমা করে দিন ।”- দোয়াগুলো সুন্দর শোনাচ্ছে না? দোয়া কবুলের জন্য একটা আদব হল আল্লাহর সুন্দর নামগুলো দিয়ে তাঁকে ডাকা ।

তাই চলুন, আমরা আল্লাহর সুন্দর এই নামগুলো মনে রাখতে চেষ্টা করি । এই পর্বে আল্লাহ্‌র মোট ১৭টি গুণবাচক নাম দেয়া হল । এর মধ্যে ১৪টি নাম আমরা পাই সূরা হাশরের শেষ তিনটি আয়াতে । এটা মুখস্ত করে আমরা এই ১৪টি গুণবাচক নাম মনে রাখতে পারি । যেমনঃ ভাল ছবির জন্য এখানে ক্লিক করুন

নিচের ছকে এই নামগুলোর যে মূল থেকে এসেছে এবং মূলগুলো থেকে গঠিত আল-কোরআনের বহুল ব্যবহৃত কিছু শব্দের তালিকা দেয়া হলো, যাতে করে আল্লাহ্‌র সুন্দর নামগুলোর সাথে সাথে কোরআনের কিছু শব্দের সাথেও আমাদের পরিচয় ঘটে । লক্ষ্য করুন, কোরআনের এই শব্দগুলোর বেশির ভাগের সাথে আমরা পরিচিত; যেমন, রহমত, মূলক (রাজত্ব), সালাম, মুসলিম, মু'মিন, ই'জ্জাত, আকবর, সুরত, হিকমত (বিজ্ঞতা) । ভাল ছবির জন্য এখানে ক্লিক করুন ভাল ছবির জন্য এখানে ক্লিক করুন

(চলবে ইনশা-আল্লাহ...)
নিয়মিত আপডেট পেতে এই গ্রুপে যুক্ত থাকুন রব্বী যিদনী ইলমা

Note: মানুষ মাত্রই ভুলের উর্দ্ধে নয় । তাই যেকোন ভুল কারো চোখে পরলেই শুধরে দেয়ার অনুরোধ রইল ।

তথ্যসূত্রঃ
১। http://corpus.quran.com/
২। Know Your Creator : Attributes of ALLAH by Dr. Mir Aneesuddin
৩। Qur’an word frequency, http://quran.ilmsummit.org
৪। কোরআনের অভিধান - হাফেজ মুনির উদ্দীন আহমদ, আল কোরআন একাডেমী লন্ডন ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১:১২

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! খুবই চমৎকার একটি পোস্ট। পোস্ট এর প্রথম অংশের কথাগুলো ভালো লেগেছে খুব। ড্রয়িং রুম এর পাশাপাশি মহান আল্লাহ তাআলা এর নাম আমাদের অন্তরে গাথা উচিত বেশী বেশী।

২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৫৯

নিলাকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনুপ্রেরণা দেয়ার জন্য । আর দোয়া করবেন পরের পর্বগুলোর জন্য .

২| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: এই রকম পোষ্ট আমার ভালো লাগে না।

২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১১

নিলাকাশ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । কেমন পোস্ট ভালো লাগবে জানাবেন । চেষ্টা করবো সেভাবে লেখার...।।

৩| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর পোস্ট...

২৯ শে মে, ২০১৮ সকাল ১১:১১

নিলাকাশ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৪| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৪৬

অর্থনীতিবিদ বলেছেন: খুব সুন্দর একটা বিষয় নিয়ে লিখেছেন। আমাদের সবারই উচিত আল্লাহর সবগুলো নাম অন্তরে ধারণ করা।

২৯ শে মে, ২০১৮ সকাল ১১:১৩

নিলাকাশ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । আল্লাহ আমাদের তৌফিক দিন নামগুলো অন্তরে ধারন করার ।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । কেমন পোস্ট ভালো লাগবে জানাবেন । চেষ্টা করবো সেভাবে লেখার...।।

আসলে ধর্মীয় বিষয় গুলো কম বুঝি আমি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.