![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের অনেকেরই ড্রয়িং রুমে বড় বোর্ডে বাঁধাই করা ১টা ছবি শোভা পায় যেখানে আল্লাহ্র ৯৯ টা নাম আরবিতে লেখা আছে । আমরা এটা ড্রয়িং রুমের শোভা বর্ধনের জন্য নাকি এটা পুণ্যের কাজ মনে করে করি ? কিন্তু উদ্দেশ্য যাই হোক, এটা ড্রয়িং রুমে নয় বরং এটাতো থাকা উচিৎ প্রত্যেকের অন্তরে । আর, এর বিনিময়ে আল্লাহ্ তা'আলা আমাদেরকে এক চরম সফলতার আশ্বাস দিয়েছেন ।
আলী ইবনু আবদুল্লাহ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আল্লাহ তা'আলার নিরানব্বই নাম আছে (এক কম একশ নাম) । আল্লাহ তা'আলা বেজোড় । তাই তিনি বেজোড়ই পছন্দ করেন । যে ব্যাক্তি এগুলোর হিফাযত করবে সে জান্নাতে প্রবেশ করবে ।
[ সহীহ বুখারী (ইফাঃ), ৫৯৬৮; সুনানে ইবনে মাজাহ, ৩৮৬১ ]
এই নামগুলো মনে রাখার বিনিময়ে আল্লাহ্ তা'আলা আমাদের জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন !! কত বড় বিনিময় এটা !!! কিন্তু, কতজন আমরা এই নামগুলো জানি এবং এগুলোর অর্থ জানি ?
এই নামগুলো আল্লাহ্র গুণবাচক নাম; বান্দার নিকট আল্লাহ্র দেয়া নিজের পরিচয় । আল্লাহ্র এই গুণবাচক নাম ও এগুলোর অর্থ জানা থাকলে আমরা আমাদের দোয়াগুলো আরও অনেক সুন্দর করতে পারি । যেমন, আল্লাহ তা'আলা আল মুজিব, যিনি দোয়ার উত্তর দেন । আমরা নাম আর অর্থটা শিখে নিয়ে দোয়ার সময় বলতে পারি, “ইয়া আল্লাহ, আপনি তো আল মুজিব, দোয়ার উত্তরদাতা । আমি জানি আপনি আমার দোয়ারও উত্তর দিবেন । আমার কাজ সহজ করে দিন মালিক ।” কিংবা আমরা নিজের গুনাহের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি “ইয়া আল্লাহ্, আমরা নফসের তাড়নায় পড়ে বার বার গুনাহ করে ফেলি । আপনি তো আল গাফফার, বার বার ক্ষমা করেন; আপনি আমাকে ক্ষমা করে দিন ।”- দোয়াগুলো সুন্দর শোনাচ্ছে না? দোয়া কবুলের জন্য একটা আদব হল আল্লাহর সুন্দর নামগুলো দিয়ে তাঁকে ডাকা ।
তাই চলুন, আমরা আল্লাহর সুন্দর এই নামগুলো মনে রাখতে চেষ্টা করি । এই পর্বে আল্লাহ্র মোট ১৭টি গুণবাচক নাম দেয়া হল । এর মধ্যে ১৪টি নাম আমরা পাই সূরা হাশরের শেষ তিনটি আয়াতে । এটা মুখস্ত করে আমরা এই ১৪টি গুণবাচক নাম মনে রাখতে পারি । যেমনঃ ভাল ছবির জন্য এখানে ক্লিক করুন
নিচের ছকে এই নামগুলোর যে মূল থেকে এসেছে এবং মূলগুলো থেকে গঠিত আল-কোরআনের বহুল ব্যবহৃত কিছু শব্দের তালিকা দেয়া হলো, যাতে করে আল্লাহ্র সুন্দর নামগুলোর সাথে সাথে কোরআনের কিছু শব্দের সাথেও আমাদের পরিচয় ঘটে । লক্ষ্য করুন, কোরআনের এই শব্দগুলোর বেশির ভাগের সাথে আমরা পরিচিত; যেমন, রহমত, মূলক (রাজত্ব), সালাম, মুসলিম, মু'মিন, ই'জ্জাত, আকবর, সুরত, হিকমত (বিজ্ঞতা) । ভাল ছবির জন্য এখানে ক্লিক করুন
ভাল ছবির জন্য এখানে ক্লিক করুন
(চলবে ইনশা-আল্লাহ...)
নিয়মিত আপডেট পেতে এই গ্রুপে যুক্ত থাকুন রব্বী যিদনী ইলমা
Note: মানুষ মাত্রই ভুলের উর্দ্ধে নয় । তাই যেকোন ভুল কারো চোখে পরলেই শুধরে দেয়ার অনুরোধ রইল ।
তথ্যসূত্রঃ
১। http://corpus.quran.com/
২। Know Your Creator : Attributes of ALLAH by Dr. Mir Aneesuddin
৩। Qur’an word frequency, http://quran.ilmsummit.org
৪। কোরআনের অভিধান - হাফেজ মুনির উদ্দীন আহমদ, আল কোরআন একাডেমী লন্ডন ।
২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৫৯
নিলাকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে, অনুপ্রেরণা দেয়ার জন্য । আর দোয়া করবেন পরের পর্বগুলোর জন্য .
২| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: এই রকম পোষ্ট আমার ভালো লাগে না।
২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১১
নিলাকাশ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । কেমন পোস্ট ভালো লাগবে জানাবেন । চেষ্টা করবো সেভাবে লেখার...।।
৩| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর পোস্ট...
২৯ শে মে, ২০১৮ সকাল ১১:১১
নিলাকাশ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
৪| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৪৬
অর্থনীতিবিদ বলেছেন: খুব সুন্দর একটা বিষয় নিয়ে লিখেছেন। আমাদের সবারই উচিত আল্লাহর সবগুলো নাম অন্তরে ধারণ করা।
২৯ শে মে, ২০১৮ সকাল ১১:১৩
নিলাকাশ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । আল্লাহ আমাদের তৌফিক দিন নামগুলো অন্তরে ধারন করার ।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
৬| ০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । কেমন পোস্ট ভালো লাগবে জানাবেন । চেষ্টা করবো সেভাবে লেখার...।।
আসলে ধর্মীয় বিষয় গুলো কম বুঝি আমি।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৮ দুপুর ১:১২
কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! খুবই চমৎকার একটি পোস্ট। পোস্ট এর প্রথম অংশের কথাগুলো ভালো লেগেছে খুব। ড্রয়িং রুম এর পাশাপাশি মহান আল্লাহ তাআলা এর নাম আমাদের অন্তরে গাথা উচিত বেশী বেশী।