নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা অনেক সুন্দর। এইটা মরচিকার পিছনে ঘুরে নষ্ট করো না।

মাসুদ মাহামুদ

অস্পষ্ট স্মৃতিকথা

মাসুদ মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

কেউ মনে রাখে না

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৩



--হ্যালো কে ? ও লতা এতো দিন পর কি মনে করে ?
--জানু আজ আমি বাড়িতে আসছি।তোমায় খুব দেখতে ইচ্ছে করছে, তুমি কি বাড়িতে আসবা তাহলে তোমায় একটু দেখতাম।
--তোমার বিয়ে হয়ে গেছে,তোমার স্বামী আছে, এখন আমার সাথে দেখা করা ঠিক হবে না।
--তুমি আমায় সত্যি ভুলে গেছো,একটু মনে পরে না, আর সেই কান্না……
--কান্না করো না, আমি আসবো কিন্তু বাড়িতে জানানো যাবে না ঠিক আছে…

যেই কথা সেই কাজ
ছেলেটা তার সকল ব্যাস্ততা ফেলে রেখে,অন্যর স্ত্রী, এ সময়ে তার প্রেমিকা, এমন একটা মেয়ের সাথে দেখা করতে রওয়ানা হলো সেই পটুয়াখালী।লঞ্চে যেতে হবে তাই ছেলেটা সরাসরি সদরঘাট চলে গেল।ওখান থেকে পটুয়াখালীর একটা লঞ্চে উঠলো, লঞ্চ ছাড়বে 7:30 টায়, তাই সে লঞ্চ থেকে বের হয়ে ঘুরে দেখতে রাগল অন্যন্য লঞ্চ গুলি, তাপর সে লঞ্চে আসলো লঞ্চ ঠিক টাইমে ছেড়ে দিল।লঞ্চে কোথাও যায়গা হলো না শেষ মেশ যায়গা পেল ছাদে, ছাদে প্রচন্ড ঠান্ডা।
ছাদে এক লোকের সাথে পরিচয় সে জিঞ্জাসা করলো ভাই কোখায় যাবেন ? আমি ভাই পটুয়াখালী যাবো । কি বলেন ভাই এ লঞ্চ তো পটুয়াখালী যাবে না, ভোলা যাবে। মহা মুশকিল উঠলাম পটুয়াখালীর লঞ্চে আপনি বলছেন ভোরা যাবে,সে লঞ্চের এক স্টাফকে জিঞ্জাসা করল সেও একই কথা বলল।
এখন বুজতে পারছি ঘুরতে গিয়া ভুল লঞ্চে উঠেছি।
কি আর করা ভোলা য়েতে হবে, রাতে প্রচন্ড ঠান্ডার মধ্যে ছাদে একটা চাদর বিছিয়ে এক ঘুম। ঘুম ভেঙে দেখে সকাল।লঞ্চ থেকে নামলো , এক চায়ের দোকানে জিঞ্জাসা করলো ভাই এই জায়গার নাম কি ?সে বলল দৌলত খাঁ, ভাই আমি পাটুয়াখালীর কালাইয়া যাবো সেটা কিভাবে ? তারপর সে বলল এখান থেকে বাসষ্টান ---< বাংলাবাজার ---< বহর নদী --< চিত্রামনি সিনেমার সামনে, ওখান থেকে ট্রলারে করে কালাইয়া চলে যাবেন।

সে এভাবেই তার জানুর সাথে দেখ করল, মেয়েটা অকে হ্যাপি তার জানুকে পেয়ে,
সেই যে দেখা হল মেয়েটার সাথে আর দেখা হল না।
মেয়েটার সকল সিম অফ, খুব দেখতে ইচ্ছা করে কিন্তু ইপায় নাই,
ছেলেটা তার পুরানো সিমটা ওপেন রেখেছে যা তার জানু কল করে অফ না পায় কিন্তু তার জানু তো কল করে না।

মেয়েটা কি ? কেমন ? এতোটা অভিমান কিসের ?
একবার কল করো প্রিয়তমা সোহাসিনী ?




মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮

কল্লোল পথিক বলেছেন: চমৎকার গল্প।

২| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১

মাসুদ মাহামুদ বলেছেন: আপনার কাছে চমৎকার দারুন ভাল লাগলো।
অনেক অনেক ধন্যবাদ।

৩| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১

নীল কপোট্রন বলেছেন: ভাল লাগলো।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩

মাসুদ মাহামুদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। “নীল কপোট্রন” ভাই

৪| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৫

অভ্রনীল হৃদয় বলেছেন: বাহ! চমৎকার!

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮

মাসুদ মাহামুদ বলেছেন: আপনার কাছে চমৎকার দারুন ভাল লাগলো।
অনেক অনেক ধন্যবাদ।

৫| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দারুন।

+++++

৬| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০৬

মাসুদ মাহামুদ বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যর জন্য....
ভাল থাকবেন

৭| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭

শাহাদাত হোসেন বলেছেন: ভালো লাগলো ।তবে লেখার বানানের দিকে আরেকটু নজর দিতে হবে।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৫২

মাসুদ মাহামুদ বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যর জন্য....
ভাল থাকবেন

৮| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:১০

বাউল আলমগী সরকার বলেছেন: অনুগল্প না বেশ ভাল লাগল দাদা

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:১৫

মাসুদ মাহামুদ বলেছেন: ন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যর জন্য....
ভাল থাকবেন

৯| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২০

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪

মাসুদ মাহামুদ বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যর জন্য....
ভাল থাকবেন

১০| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:২৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আমি কিন্তু ঠিকই মনে রেখেছি......হিহি!

আমার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ পাবো আশা রাখি।

০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫

মাসুদ মাহামুদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়ু
আমারো ঠিক মনে আছে.........
ভুলি নাই ভুলবো না

১১| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:৪০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: একটু বুঝিয়ে বলবেন?

আমি আপনার কোন জনমের "ভাইয়ু"?
সেরকম কিছু করে থাকলে মনে রেখেন।কেমন?

আমার বিরুদ্ধে আপনার মত শব্দচুরির প্রমাণ পেলে আমি আপনার কাছে ক্ষমা চাইবো।
না পারলে নির্লজ্জভাবে শব্দচুরির জন্য সামুর মেঝেতে নাকে খত দেন এবং ক্ষমা চান।


চোরের বাপের বড় গলা!

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:৫১

মাসুদ মাহামুদ বলেছেন: রাগ করলেন ভাই।
একটু মজা করে লিখেছি....

১২| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:০৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মজা করে চুরি করেছিলেন!!!!!!!!!!!!!!!
নাকি নাকে খত দেয়ার ভয়ে বললেন?

রাগ করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম।
প্রায় অসম্ভব বিনোদন পেয়েছি।


আমার কবিতার হুবুহু শব্দ চুরি করে আমাকে বিশাল একটা কমপ্লিমেন্ট দিয়েছেন, সেজন্য আমি খুবই খুশি।



১৩| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৪২

মিতু রহমান বলেছেন: এতো কষ্ট করে জানুর সাথে দেখা করতে গেলো কিন্তু জানু কেন সিম টিম অফ করে দিলো! খুবই প্যাথেটিক ব্যাপার স্যাপার দেখি

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:০০

আরণ্যক রাখাল বলেছেন: আহারে কী দুঃখ!
মেয়েটাকে পালায় নিয়ে গেলেই হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.