![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের কালো আবাসকেও হারিয়ে দিয়েছে
জীবনের প্রতিটা মুহুর্ত তোমাকে
হারানোর বেদনা,এ যে ভীষন অন্ধকার
যন্ত্রণা, যন্ত্রণা আর যন্ত্রণা
রাত যেন শেষ হয় না এ যেন অনন্ত
প্রতিটা কষ্ট যেন তার কাছে হার মানে
রাতের আঁধার,
মাঝে মাঝে ঘুমের ঘরে
তোর সেই রহস্যময়ী রুপ
এমন জ্বালা দিয়ে যায়
যা অনন্ত কষ্টের মাঝে পাওয়া
অন্যরকম এক প্রাপ্তি,
তুমি কি সত্যি অগোছালো জীবন দিতে চেয়েছিলে
নাকি গোছানো কিছু কষ্ট,
বেদনাময় কিছু ছোয়া
যা রাত হলেই খুব কষ্ট দেয়
খুব খুব খুব কষ্ট.
---------------------
১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৯
মাসুদ মাহামুদ বলেছেন: ধন্যবাদ । মাহ্দী হাসান রাজ
২| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
বানানে ভুল আছে অনেক।
কবিতা মোটামুটি হয়েছে।
১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪০
মাসুদ মাহামুদ বলেছেন: আপনার মোটামোটি আমার কাছে অনেক কিছু,
ধন্যবাদ । দিশেহারা রাজপুত্র
৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৬
অঘ্রান প্রান্তরে বলেছেন:
খুব খুব খুব কষ্ট.
১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪১
মাসুদ মাহামুদ বলেছেন: খুব খুব খুব কষ্ট.
ধন্যবাদ । অঘ্রান প্রান্তরে
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৯
মাহ্দী হাসান রাজ বলেছেন: তুমি কি সত্যি অগোছালো জীবন দিতে
চেয়েছিলে
নাকি গোছানো কিছু কষ্ট,
।
।
অদ্ভুতরস রয়েছে বেদনার্ত এই চরণে...
কি অবুঝ ভালোবাসা। কত সসতার সংমিশ্রনের এই অাক্ষেপ। এত বেদনা তবু তাকেই ভালোবাসি...