![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম ভালোবাসা ভোলা যায় না কথাটা কতটা সত্য আজ বুঝতে পারলাম। আসলে প্রথম ভালোবাসা প্রথম প্রেমিক তাদের কেউই বিবাহিত জীবনে আসে না। যে আসে সে অন্য একটা মেয়ে যাকে চিনি না জানি না তবে অনেকে বলে প্রথম যাকে ভালোবাসি ভালোবাসা হয় বিয়ের পরও নাকি শুধু তাকেই ফিল করে, কিন্তু না আমার বিষয়টা একদম আলাদা যাকে ভালবাসতাম প্রথম ভালবাসা বলে জানতাম আমার প্রথম প্রেমিকা বলে জানতাম সে ছিল একটা বেইমান তার জন্য সবকিছু করতাম যখন যা দরকার, সেতো থাকলো না, এখন যাকে বিয়ে করলাম তাকে কিছুই দিচ্ছি না তারপরও সে আমাকে অনেক ভালোবাসে। আমি আজ বুঝলাম প্রথম ভালোবাসা বলে কিছু নাই বিবাহিত জীবনে যে তোমার জীবনে আসবে সেই তোমার প্রথম ভালবাসা শেষ ভালোবাসা তাকেই ভালোবাসো কারণ সে তোমার মৃত্যুর আগ অব্দি তোমার সাথেই থাকবে। আর যাকে প্রথম ভালোবাসা তুমি প্রেমিক বলে তোমার বিবাহিত বউকে কষ্ট দিচ্ছ মানতে পারছ না, সেই কিন্তু তোমার সুখ দুঃখের সাথী আমি আমার ভুল বুঝতে পারছি আমি আমার স্ত্রীকে আমার সর্বোচ্চ টা দিয়ে ভালোবেসে যাবো সারাটা জীবন।
আই লাভ ইউ প্রিয়তমা
প্রথম প্রেম প্রথম ভালবাসা নয়, সে আমার বিবাহিত জীবনে প্রথম প্রেম প্রথম ভালোবাসা।
২| ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: বিরাট ঝামেলায়া ছেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখাটা আরো গুছিয়ে লিখতে পারতেন। নিজে লিখে নিজে পড়বেন। বার বার পড়বেন।