![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী।
...........................মা...........................
দৃশ্যমান সবি আজ বিষায়াছে জীবন ,
অনেক কষ্টে গড়েছি যা ,আমি কষ্ট করে ,সারা জীবন
দুঃখ কষ্ট চাপা দিয়ে বুকে
কি ভাবে গড়ব জীবন ,জিবনের দৃশ্যমান চিত্র
কেমনে সুন্দর হবে ,
আমি সব মেনে নিয়ে ,চলেছি সব সয়ে
দৃশ্যমান জীবন সুখময় করতে
আজ আমার ত্যাগ মূল্যহীণ করে ,
তুমি চলেছ তোমার মত ,তোমার জীবন গড়তে
আমায় ভাসিয়ে কান্নার জরে
আজ আমার জীবন আর চারপাশ কেমন বিসিয়ে ওঠেছে
কেন জানি , আমার জন্মই অজন্ন আভিষাপ মনে হয়
এই কি জীবনের রহস্য , এই জন্য মানুষ বাঁচে
বিষাদের কষ্ট বুকে নিয়ে পৃথিবী ত্যগ অপেক্ষায় বাঁচে
কেন এতো ভালবাসা , এতো ত্যাগ সবার তরে
কেন এতো ভালবাসা দিলে মায়ে বুকে ,
বা্ার্ধক্যে আত্মার অতৃপ্ত মৃত্যু
কেন বরন করতে হবে মাকে। —
©somewhere in net ltd.