নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী

মাসুদ ০০৭

হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী।

মাসুদ ০০৭ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯

...............আমার স্বাধীন বাংলাদেশ...............



এই যে ভাই করছেন কী

মরণের ভয় একে বারে নেই নাকি?

নাকি মরার জন্যে,একে বারে রেডি

করছেন কি,করছেন কি,?



এত বড় হা করে আছেন কেন

মশা খাবেন নাকী মশাই?

তারা তারি জানালা টানুন,

আরে এসে পরেছি , এসে পরেছি শাহাবাগে

এই বুঝি বোমা ফাটল, জীবনটা যাবে শেষে ।



কি করি ,কি করি হার্ট বীট আজ যাচ্ছে বেড়ে

ড্রাইবারের চেয়ে বেশি সচেতন যাএী সাধারণে

কখোন যে আবার বোমা কোন দিক থেকে আসে।



প্রেট্রল বোমার ধোঁয়ার গন্ধ বাতাসে ভাসে

ভয়ে গা শিউরে ওঠে ,

এই বুঝি জ্বলসে গেলাম , দগ্ধ হলাম আগুনে

কোন রকমে পারহলাম শাহাবাগ,

দীঘ শ্বাস বুকে

হার্ট অ্যাটাকের রুগি থাকলে, এমনিতেই যেত মরে।



আমরা বীরের জাতি,

৩০লক্ষ শহীদ হয়েছি মুক্তি যুদ্ধে,

২০১৩ ডিসেম্বরে মরেছে না হয় ৫০

কিবা যায় আসে তাতে?



এখন সেই লোকটাই হা করে আছে

যে কিনা যুদ্ধ করেছিল, দেশটাকে স্বাধীন করতে

বৃদ্ধ যুদ্ধার কষ্ট হচ্ছিল শ্বাস-প্রশ্বাসে।





এই আশায় কি যুদ্ধ করেছিলাম?

রক্ত দিয়েছিলাম ঢেলে,

কোথায় মানুষের মনুষ্যত্ব

কোথায় ভালবাসা?

সবই আজ দগ্ধ বোমার আগুনেX(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.