নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী

মাসুদ ০০৭

হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী।

মাসুদ ০০৭ › বিস্তারিত পোস্টঃ

গল্প

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

শীত বৃষ্টি



এই জীবনে অনেক বৃষ্টির নাম শুনলাম এবং এই বৃষ্টিদের নিয়ে অনেক গবেষনা ও হয়েছে ,যেমন এসিড বৃষ্টি ,শীলা বৃষ্টি ,সাধারন বৃষ্টি ,......এই যুগে শোনা গেছে মৎস্য বৃষ্টি নাকি হয়ে থাকে । যা খুব আলোচিত হয়েছে মিডিয়া কাবারেজের কারনে ।তুষার বৃষ্টি সাথে মাছ পরছে আকাশ থেকে । তাই মৎস্য বৃষ্টি নামে পরিচিত



আবশ্য উন্নত দেশ ও জাতীর জন্য এগুলো তেমন কোন বড় সমস্যা নয়। একটা শুঁখবর হল আমাদের দেশে এই ধরনের বৃষ্টি গুলো দেখা যায়না



কিন্তু আমাদের দেশের মত স্বল্প উন্নত দেশে ,যেখানে রাজনৈতিক সংজ্ঞাতে ,সাধরন মানুষের জীবন বিপদ গ্রস্থ।

যে দেশে সাধারন মানুষের কোন মূল্য নেই। এমন দেশে শীত বৃষ্টিই যথেষ্ট। মানুষকে মৃত্যুর দুয়ারে নিয়ে যাওয়ার জন্নে যথেস্ট, প্রচণ্ড শীতে যখন খোলা আকাশের নিচে, রাস্তার ধারে। রাস্তাকে আক্রে ধরে একটু ঘুমাতে চাচ্ছে একটু খানি শীতল বাতাস প্রবাহিত হলে ঘুম ভেঙ্গে যাচ্ছে।

একটা টিশার্ট আর একটা লুঙ্গি গায়ে জরিয়ে আছে। নেই কোন শিতের কাপড়, বা শীত নিবারনের বস্ত্র। নেই কোন শীত সামগ্রী।



ঠিক তখনি হানে দেয় শীত বৃষ্টি , ওহ কি দুরবিহ, কতটা অনৈতিক বৃষ্টি , কতটা কষ্ট। এর মধ্যে সবলরা হয়ত বা আশ্রয় নিয়েছে কোথাও, যাত্রী ছাউনি অথবা ..............................



দুর্বল, বৃদ্ধ কেউ কেউ হয়তবা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই শেষ বৃষ্টি। শীত বৃষ্টির সাথে, বাচ্চারা চিৎকার এর পর চিৎকার, কেঁদেই চলেছে। শীতটা সইতে পারছেনা একেবারেই।



হেরেগেছে বীরের জাতি এই শীত বৃষ্টির কাছে।

আসুন আমরা সবাই ওঁদের পাশে দাড়াই ,সাহায্যের হাত বারিয়ে দেই



(মাসুদ রাহমান)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১

সুমন কর বলেছেন: অনেক টাইপো (বানান ভুল) আছে। আরো সময় করে যত্ন নিয়ে লিখে পোস্ট করতে হবে।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

মাসুদ ০০৭ বলেছেন: আচ্ছা স্যার.....ধন্যবাদ ,সচেতন করে দেয়ার জন্য

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২

মাসুদ ০০৭ বলেছেন: বানান ঠিক করেছি স্যার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.