নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী

মাসুদ ০০৭

হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী।

মাসুদ ০০৭ › বিস্তারিত পোস্টঃ

আবিস্কার

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২

দীর্ঘস্থায়ী কৃত্রিম হূৎপিণ্ড প্রতিস্থাপনে প্রথম সাফল্য



প্রথমবারের মতো দীর্ঘস্থায়ী কৃত্রিম হূৎপিণ্ড প্রতিস্থাপনে সাফল্য এসেছে ফ্রান্সে। দেশটির চিকিৎসা উপকরণ প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান তৈরি করে ওই হূৎপিণ্ড একজন ৭৫ বছর বয়সী ব্যক্তির শরীরে চলতি সপ্তাহে প্রতিস্থাপনের পর তাঁর অবস্থার বেশ উন্নতি হচ্ছে। সংশ্লিষ্ট চিকিৎসকেরা গত শনিবার এ খবর জানিয়েছেন।

প্যারিসের জর্জ পম্পাদু হাসপাতালের ১৬ জন চিকিৎসকের একটি দল গত বুধবার এক অস্ত্রোপচারের মাধ্যমে ওই কৃত্রিম হূৎপিণ্ড প্রতিস্থাপন করে। তাঁদের আশা, রোগীটি শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

কৃত্রিম হূৎপিণ্ড প্রতিস্থাপনের উদাহরণ এটিই প্রথম নয়। গুরুতর হূদেরাগীদের কৃত্রিম হূৎপিণ্ডের সাহায্যে মাস খানেক বাঁচিয়ে রাখা যায়। তবে ওই সময়ের মধ্যেই তাঁর শরীরে অন্য কারও হূৎপিণ্ড প্রতিস্থাপন করতে হয়। আর এই মাস খানেক ওই রোগী স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না। কিন্তু ফ্রান্সে প্রতিস্থাপিত হূৎপিণ্ডটি পাঁচ বছর পর্যন্ত সচল থাকবে বলে বিশেষজ্ঞরা দাবি করছেন। তাঁরা এটি তৈরির গবেষণায় ২৫ বছর সময় নিয়েছেন। কৃত্রিম হূৎপিণ্ডটি লিথিয়াম ব্যাটারি বা তড়িৎকোষ থেকে শক্তি পাবে। ওই ব্যাটারিযুক্ত একটি বেল্ট পরতে হবে রোগী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.