![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী।
তোমাকে খুজ
এই নিয়মে বাদিছি ঘর
বাধা দু জনে।
শারা জীবন থাকবো পাশে
দুঃখে ও সুখে ।
যত দিন বারে আহা
মিনিটে সেকেন্ডে ।
ভব ঘরে রঙ্গের দুনিয়ায়
তোমায় চিনি তাছি আবার নতুন করে ।
আহা আবার নতুন করে ।
প্রতি দিন স্রোতের টানে
তুমি ভাটায় আমি উজানে ।
বহিয়া চলছে মনো মাঝি
আমি এই তোমার মাঝে
সেই তোমারে খুজি
প্রতি দিনই নতুন করে দেখি
সুধু অভাক হয়ে তোমার বদন খানি দেখি
তোমারে আবার নতুন করে চিনি ।
আমার মুখের আকাশে হাঁসি
ভাবায়না তোমায় জানি ।
তুমি আছো তোমার মত
অন্য সব যা,কনা জলে ভাসি ।
আমি সেই মানুষটারে খুজি
যে ঝলসে যাওয়া মনটারে
একবার নেবে নতুন করে বুঝি ।
একি পথে চলবো বলে ধরেছি হাত খানি
তাইতো আমি নিয়াছি সব মানি
আমি ছেরে দিয়াছি তারে
যদি সে একবার ফিরে আশে ।
এই আসায় বুক বাদি
তাই ফ্যাকাসে হাসি , হাসিছি প্রতি ক্ষণে ।
আমি আছি সেই মানুষটার খুজে
সে আমায় ভালোবাসে
শেষ নিঃশ্বাস অবধি থাকবো পথ চেয়ে
যদি একবার বাঁচো আবার আমায় গিরে
৩০ শে মে, ২০১৪ দুপুর ২:৪৫
মাসুদ ০০৭ বলেছেন: আপনাকে ধন্যেবাদ
২| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:১৩
মোহামদ শাকিল বলেছেন: nice
৩০ শে মে, ২০১৪ দুপুর ২:৪৬
মাসুদ ০০৭ বলেছেন: আপনাকে ধন্যেবাদ
৩| ৩০ শে মে, ২০১৪ রাত ৯:০৬
সুমন কর বলেছেন: সুন্দর !!
কিছু টাইপো আছে।
১ম লাইক দিয়ে গেলাম।
৪| ৩১ শে মে, ২০১৪ বিকাল ৪:৩০
মাসুদ ০০৭ বলেছেন: ধন্যেবাদ আপনাকে ,
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর ++++++++