নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী

মাসুদ ০০৭

হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী।

মাসুদ ০০৭ › বিস্তারিত পোস্টঃ

রুবেল

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

রুবেল
আমাদের পরিচিত একটি নাম, রুবেল যে আমাদের দেশের পতাকা বহন করে। আমাদের সম্মানের জন্য লড়াই করে , আমাদের এক জন হাতিয়ার , যে কঠিন পরিশ্রম করে চলেছে প্রতিনিয়ত, আমাদের দেশর সম্মান বাড়াতে , যার হাত ধরে আমরা পেয়েছি অনেক অপ্রত্যাশিত জয়। আমাদের লাল-সবুজের পতাকা পৃথিবীর বুকে উরে চলেছে , এগিয়ে চলেছে সম্মানের সাথে । মানুষের জীবনে অনেক ভুল হয় , আমাদের অনেক ভূল হয় , আমাদের রুবেল না হয় একটা ভুল হয়েছে তাই বলে কি? আমাদের উচিত ভুল গুলো এড়িয়ে গিয়ে , তার গুনের কথা আলোচনা করা , তার রেকর্ড গুলো নিয়ে কথা বলা , আমাদের দেশের জন্যে কি করেছে তাই নিয়ে কথা বলা । যে আমাদের দেশকে ভালোবাসে তাকে আমরা ভালোবাসা। আমাদের উচিৎ রুবেলের পাশে ধারানো

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮

সুমন কর বলেছেন: অনেক টাইপো।

ব্যক্তি রুবেল হিসেবে তার শাস্তি প্রাপ‌্য। কারণ কেউ আইনের ঊর্ধ্বে নয়। সে একটি দেশের প্রতিনীধি। তার অাচরণ এবং চরিত্র অবশ্যই ভাল হতে হবে।
এবং এটা বাংলাদেশ। এখানকার মানুষ খুব অাবেগপ্রবণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.