নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী

মাসুদ ০০৭

হারানোর ভঁয়ে কাতর থাকি, কাছে আশার স্বপ্নে বিবর , বাস্তবতার চেয়ে স্বপ্নটা আমায় হাসায় বেশি , বন্ধুত্ব করতে ভালোবাশী।

মাসুদ ০০৭ › বিস্তারিত পোস্টঃ

হরতাল

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২২

হরতাল

আবার শুরু হয়ে গেল হরতাল , আবার থমকে গেল জীবন , অচল হয়ে গেল গতি , আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি , আর মনে মনে ভাবছি , ঠিক হচ্ছে না কাজ গুলো , আসলেই ঠিক হচ্ছে না কাজ গুলো , মানুষ গরু , ছাগলের মত গন হারে মারা পরছে , লাকড়ির মত রাস্তায় অহরহ গাড়ি পুড়ছে , বার্ন ইউনিটে জায়গা নেই একটু খানি , আর মানুষের আর্তনাদে কেপে ওঠছে সারা দেশ, মানুষের শরীরের পোরা গন্ধ , আর খত বিক্ষত দেহ ওহ কি দুর্বিষহ , ভাবা যায় না , মনে মনে কেমন জানি অপরাধি মনে হয়, মনে মনে ভাবি যে এই মানুষ গুলো জন্যে কিছু করি , মনে মনে ভাবি আমাদের জন্যে কিছু করি , কিন্তু আমরা কেন সব মনে মনে চিন্তা করছি এখন আমাদের কি কিছুই করার নেই , এই ভাবে আর কত দিন ................। এই ভাবে আর কত দিন চলবে । আমাদের কে সিদ্দান্ত নিতে আমরা কি করব । আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দিকে তাকিয়ে আছে , আমরা কেমন দেশ উপহার দিয়ে যাচ্ছি , আমাদের কাছে কি নতুন প্রজন্ম এমন দেশ উপহার চায় , কি আমাদের কিছু করার নেই

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

খেলাঘর বলেছেন:


প্রস্তুত হোন, আমাদের অনেক দায়িত্ব আছে, যারা হরতাল ঘোষনা করছে তারাও ডাকাত; সবাইকে দেশ ছাড়া করতে হবে।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩

মাসুদ ০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে , হা আমার ও তাই মনে হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.