![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভীষণ ক্যামেরা শাই। এমনিতেও শাই। ক্যামেরায় ছবি তুলতে গেলেই অস্বস্তি লাগে, সংকোচ হয়। তারপর আবার ক্যামেরা ফেস অতি জঘন্য (বাস্তবেও জঘন্য)। ছবি তোলার পর অনেক ছবি আছে যা আমি দেখিই না। হয়ত অনেকদিন পর দেখি। কারণ তখন কিছুটা সহ্য করতে পারি। কিন্তু সাথে সাথে সেই ছবিটাকে সহ্য করা আমার পক্ষে একটু কঠিন
অনার্স পড়ার সময় থেকেই আমার চুল পড়া শুরু হয়। মোটামুটি সেকেন্ড ইয়ার পার না হতেই মাথার অনেকখানি খালি হয়ে যায়। তখন থেকেই মানুষের অনেক প্রশংসা শুনে আসছি। এখন মাথায় চুল বলতে কিছুই অবশিষ্ট নেই। আর মানুষের প্রশংসা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। আগে টাক অনেক লুকানোর চেষ্টা করতাম। এখন একদমই করি না। কারও সাথে প্রথম দেখা হলে আগে লজ্জায় মাথা নিচু হয়ে যেত। এখনও মাথা নিচু করি, তবে লজ্যায় না টাক যেন পুরোটা দেখতে পায় সে জন্য।
বাড়ির লোকজন রাতদিন আমার মাথা খায় এই জন্য যে, আমি কেন একটা ক্যাপ পরতে পারি না? আমি সোজাসুজি বলে দিয়েছি- ক্যাপ পরায় আমার আপত্তি নেই, কিন্তু সেটা যদি হয় টাক ঢাকতে তাহলে আমি স্যরি। কারণ ক্যাপ পরি আর উইগ পরি, দিন শেষে আমার মাথাতো টাকই। এটা ছাড়া কোনভাবেই আমাকে স্বীকার করা যাবে না।
আমাদের সমাজ দিনদিন পুরুষতান্ত্রিক থেকে নারীতান্ত্রিক হয়ে যাচ্ছে কিনা বুজতেছি না। আগে (এখনও হয়) কোন একটা মেয়ে যদি বিয়ে না করত বা বিয়ে না হত তাহলে, পাড়া পড়শী তো আছেই বাড়ির লোকের ভালবাসায় ঘরে টেকা দায় ছিল (বা আছে)। আমার বয়স ২৯ বছর ০২ মাস। এখন আমার অবস্থাও সেরকম। কারও সাথে প্রথম দেখা হলে যেটা জিজ্ঞেস করে সেটা হল বিয়ে করেছি কিনা। তারপরের কথা হল বিয়ে কেন করছি না?
মাস্টার্স শেষ করেছি তাও দু আড়াই বছর হল। চাকরী করছি তারও কিছু আগে থেকে। আহামরি কিছুই না, কোনরকম খেয়ে খরচে চলে যায়। মাস্টার্স পড়ার পর থেকেই বাবা মা আর বোনেরা মিলে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কোথাও কোন মেয়ে দেখলেই আমাকে ছবি পাঠাই। আমিও কোনও না কোন কারণ দেখিয়ে বলি মেয়ে পছন্দ হয়নি। এরকম বহুবার হয়েছে। তাতেও তাদের উদ্যম একদম কমেনি। প্রত্যেকবারই তারা নতুন উদ্যমে মেয়ে দেখেছে।
আমি দুয়েকবার বিভিন্নরকম চাপে পড়ে রাজি হয়েছিলাম কিন্তু বিধিবাম। মাথায় চুল নেই এমন ছেলের সাথে কোন বাবা-মা তাদের মেয়ে বিয়ে দিতে পারে একটা যেন অলৌকিক একটা ব্যাপার। যে কয়েকবার রাজি হয়েছি সে কয়বারই তেনারা মাথায় চুল নেই বলে অমত করেছে। অবশ্য আমাদের সমাজের মানুষ অত খারাপ না। আমাকে কখনও সরাসরি বলেনি যে, ছেলের মাথায় চুল নেই, টাক তাই আমরা রাজি নই। তারা খুব সুন্দরভাবে যেই অজুহাত (এইটা নাকি মানুষের তিন নম্বর হাত) দেখিয়েছে তা হল ছেলের চাকরী-বাকরি ভাল না (সত্যিই তেমন ভাল না)।
সেদিন একজন বলল তোর একটা বায়োডাটা পাঠাস আর একটা সুন্দর ছবি। আমি বললাম আমার ফেসবুক দেখিয়ে দিস। সে বলল তোর প্রোফাইলের কোন ছবি জাতের না। আমি বললাম আমার কোন জাতের ছবি নেই।
২| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
নাহিদ০৯ বলেছেন: থেমে গেলেন কেনো, আরো লিখতেন !! ভালো লাগছিলো। নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম।
৩| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
দেখা যাচ্ছে, মেয়ের মা-বাপই রাজী হচ্ছে না, মেয়ের মতামত জানার আগেই অংকুর ঝরে যাচ্ছে; সমাধান হলো, মা-বাবা বাদ দিয়ে, মেয়ের কাছে পৌঁছাতে হবে, সরাসরি
৪| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
কাইকর বলেছেন: পড়ে খুব ভালো লাগছিল। শব্দচয়ন গুলা বেশ। মনের মধ্যে সরাসরি গিয়ে লেগে যায়। আমিও গল্প লিখি। দাওয়াত রইলো
৫| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
জোকস বলেছেন: আসেন একটু কোলাকুলি করি।
৬| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: খুবই কষ্টের কথা!
মেয়ের বাবা-মা মনে হয় ঐ তত্ত্বের কথা শোনেনি! টেকোরা নাকি বেশি পারংগম হা হাহা
ইফতারী শেষতো তাই একটু ১৮+ দিলাম আরকি
হুম। বাস্তবতা কেবলই মোহময়। চাকচিক্যের পিছৈ ছুটছে দুনিয়া! ভাল মন, ভাল বংশ আর খোঁজে না!
খৌঁজে টাকা, ফ্লাট, বাড়ী. গাড়ী, ব্যাংক ব্যালেন্স! তাতে বয়স বেশী হলেও পাশ কাটিয়ে যায়-
এ আর কি অমন বয়েস পুরাই হিপোক্রেসী
৭| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
শায়মা বলেছেন: ভাইয়া এমন অবলীলায় টাকজীবন বর্নন দেখে মুগ্ধ হলাম!
টাক হোক আর যাই হোক লেখাটা এক্সসেলেন্টো হয়েছে !
৮| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
ঢাবিয়ান বলেছেন: আপনি বিদেশি মেয়ে খুজেন। আমার এক কাজিন সম্প্রতি বিয়ে করেছে। তারো মাথায় টাক। বাঙ্গালী মেয়ে কোনভাবেই পাচ্ছিল না ।পরে বিদেশে কয়েক মাসের জন্য কি একটা কোর্স করতে গিয়েছিল ফিরেছে মহা সুন্দরী এক রাসিয়ান বউ নিয়ে।
৯| ১৯ শে মে, ২০১৮ রাত ৮:১৮
খায়রুল আহসান বলেছেন: খুব সাবলীল ভাষায় লেখা, পড়ে ভাল লাগলো। + +
তবে পোস্টের সাথে একটা টেকো ছবি জুড়িয়ে দিলে মন্দ হতো না!
১০| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: বিনোদন।
১১| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪১
খাঁজা বাবা বলেছেন: হতাস হবেন না
এগিয়ে যান
১২| ২২ শে মে, ২০১৮ সকাল ১১:৫২
নাহিদ০৯ বলেছেন: @খায়রুল আহসান: আপনার জন্য।
১৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
টাকের উপর টাকা নাটক টা দেখে ফেলুন !!!!
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
নাহিদ০৯ বলেছেন: থেমে গেলেন কেনো, আরো লিখতেন !! ভালো লাগছিলো। নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম।