![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়তে ভালোবাসি। ব্লগ যে একটা পড়ার বস্তু সেইটা বোঝার পর থেকে পড়েই যাচ্ছি অবিরাম। মাঝে মাঝে লিখেও ফেলছি কিছু কিছু।
ঠিক আছে। আপনারা ঝগড়া করতেই পারেন। গত পাঁচ বছর যে আচরণ সরকারের তরফ থেকে বিরোধী দল পেয়েছে তাতে তিনি ক্ষুব্ধ হতেই পারেন। প্রধানমন্ত্রীকে টেলিফোনে পেয়ে তিনি বিষদাগার করা থেকে বিরত না থাকতেই পারেন। প্রধানমন্ত্রীও বিরোধীদলের অসহযোগিতায় ছাড় না দেওয়ার মানসিকতা রাখতেই পারেন। রাজনৈতিক কারণে কিছুটা কৌশল অবলম্বনও তিনি করতেই পারেন।
কিন্তু এখন লাইনে আসেন। এখন আলোচনায় বসেন। আপনাদের পিছনে সমস্ত দেশের মানুষ। মারামারি খুন-খারাপি করছে। দয়া করে এইবার একটা কিছু সমঝোতা করেন। আবার আপনারা কথা বলেন। প্রয়োজনে আবারও ঝগড়া করেন এবং রাগ কমলে কিছুটা কাজের কথা বলেন। কিন্তু যা করার দ্রুত করেন। অন্যথায় এভাবে মানুষ মরতেই থাকবে।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৭
আখিলিস বলেছেন: যে ভাষায় খালেদা জিয়া কথা বললো তা অন্ত:ত কোন ভদ্র কূটনৈতিক বাচনভংগী না। আর নিজেই আল্টিমেটাম দিল ৪৮ ঘন্টার কিন্তু শেখ হাসিনা ২০ ঘন্টার মধ্যে ফোন করার পরেও উনি হরতাল চালিয়ে গেলেন - মিথ্যাবাদী মোনাফেক একেই বলে। ইস্যু ভিন্ন হতেই পারে কিন্তু তাই বলে নুন্যতম ভদ্রতাবোধ কথার ভেতর থাকবে না কেন? অথচ, শেখ হাসিনা যে যথেষ্ঠ ভদ্রভাবে এবং ঠান্ডা মাথায় কথা বলল, তা শুধুমাত্র বয়রা না হলে সবাই স্বীকার করবে । এইজন্যই মুরুব্বিরা আগে বিয়ের সময় মেয়ের চেহারার চেয়ে বংশপরিচয়কে বেশী গুরুত্ব দিতেন ।