নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

>>>>>>আবদুল্লাহ-আল-মাসুম

আবদুল্লাহ-আল-মাসুম

আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.

আবদুল্লাহ-আল-মাসুম › বিস্তারিত পোস্টঃ

পাগল প্রিন্সিপাল

১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

একটা গল্প বলা বাধ্যতা মূলক মনে করছি ।

এক কলেজের প্রিন্সিপাল, দপ্তরি কে নির্দেশ দিয়ে রেখেছেন-

ঘন্টা বাজাবার আগে , প্রতিবার তার অনুমতি নিতে হবে।



দপ্তরি দু'টাকার চাকুরি করে-

বেচারা মেনে নিয়েছে।



কিন্তু এই নির্দেশের ফলে যা হয়েছে - তা হলো-

সময়মত কখনোই ঘন্টা বাজানো সম্ভব হয় না দপ্তরির পক্ষে।



হয়, প্রিন্সিপাল ব্যস্ত, নয় মিটিং।

নয় , ... কত কাজ !!!! অনুমতি নিবে , তারপর তো ঘন্টা বাজাবে , না কি ?



আসলে , যার কাজ তাকে করার অধিকার, ক্ষমতা না দিলে,

কোনো কাজই সঠিক সময়ে , সুষ্ঠ ভাবে সমাধা হয় না।



দায়িত্ব নিয়ে দুই টাকার বোধাই কেরানি হবার থেকে সে রকম কোনো কাজে না জড়ানোই ভালো।





আমাদের দেশের গুরুত্বপূর্ণ পদ সমূহে যারা আছেন- যার কাজ তাকে করতে দিন। দেশটা এগিয়ে যাবে।

পাগল প্রিন্সিপালের মতো আচরন করলে - সেটা এক মানসিক বিকৃত সংকীর্নতা ছাড়া আর কিছুই প্রমান করবে না।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.