![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.
গতকাল এক পাগলের চক্করে পড়েছিলাম।
আমার একটি ব্যবসায় কয়েক কোটি টাকা লগ্নি করবে বলে আমার এক সাগরেদের মাধ্যমে আমাকে নিয়ে গেছে ভদ্রলোক !!।
যা ই হোক-
সে ৫৫ মিনিটের মধ্যে ব্যবসা নিয়ে একটি কথাও বলতে তেমন আগ্রহ দেখালো না ।
তার সমস্ত চেষ্টা ছিলো - সে যে কতো জ্ঞানী -সেটা ই প্রমান করা।
তার জ্ঞানের গল্প বাধ্য হয়ে শুনতে শুনতে আমার দুই টা মিটিং মিস হয়ে গেলো উত্তরার দুই বায়ারের সঙ্গে।
এদিকে সে সূ্প আর কিছু খাবার অর্ডার করেছে।
একান্ত ভদ্রতার খাতিরে আমি উঠে আসতে পারছিলাম না।
এতো কথা ভালো লাগে না।
কথা হবে অল্প।
কাজ হবে বেশী।
আমি যাবার পর-
এক সময় বললো
আমি আপনার পায়ে চুমু খেলে - আপনার পায়ে কি আমার জায়গা হবে না >?
আমি কথায় কথায় এক ফাঁকে প্রশ্ন করলাম-
আপনি কত টাকা ইনভেষ্ট করতে চাচ্ছেন >?
১ কোটি ? ২ কোটি না কি ৫ কোটি টাকা ?>
মস্ত ক্ষেপে গেলেন ভদ্রলোক । চিতকার শুরু করলেন।
আমি না কি তাকে এসেস করার বা তার টাকার জোর মাপার চেষ্টা করছি।
কিছুক্ষন পর ওয়েটার এসে বললো-
কাইন্ডলি একটু , আস্তে।
আমি হাসলাম।
হায় রে , টাকা ওয়ালা লোক !!
একটা সামান্য ওয়েটার এসে তাকে বলে --আস্তে !!!
আমি আমার জীবনে এতো অবাক আর কখনো হই নাই।
এই লোক , প্রথমে আমার পায়ে চুমু খেতে চাইলো।
পরে শাউট করে প্রশ্ন করলো- হু আর ইউ ?
আমি দেখলাম- লোকটার , হয়তো বা পয়সা আছে, কিন্তু সে মানসিক ভাবে
অসুস্থ । এরকম আন সাউন্ড মাইন্ড এর লোককে পার্টনার করা চলে না।
আমি বললাম- আমরা মনে হয়ে কথা সংক্ষিপ্ত করতে পারি।
ঠিক এক মিনিটের মধ্যে আমি বেরিয়ে এসে আমার সাগরেদ কে প্রশ্ন করলাম -
এই রত্ন কোথায় পাইলা ?
সে বললো- স্যার, এক ফিল্ম ডাইরেক্টর ধরায়া দিছে।
আমি বললাম- সে কি সালমান এফ রহমানের থেকে ধনী ?
এতো গরম ?>
আমার সাগরেদ বললো-
না স্যার, এক শো কোটি টাকার মালিক হবে বড় জোড় !
আমি বললাম-
তোমাকে একদিন নিয়ে যাবো-
হাজার হাজার কোটি টাকার যারা মালিক - তারা আমার সঙেগ কীভাবে
কথা বলে , দেখবা !!
-এই লোক স্যার প্রতিদিন , ১৮/১৯ ঘন্টা বই পড়ে।
-ব্যবসা করে কখন ?
-বই পড়াই তার ব্যবসা। পৈত্রিক সম্পত্তি।
-হুম!! বেশী পড়তে পড়তে মাথার তার ছিড়া গেছে !!
- বুঝলাম না স্যার, এতো লাফ ঝাপ দিলো কেন ?
আমি হাসলাম-
-ছোট মাছ লাফায় বেশী।
মজার ব্যপার , সে জানে না , একটি সমুদ্রে সে কত ছোট !!! হা হা হা ।।।
আমার ধারনা - ঐ লোক নিশ্চিত হয়ে এসেছিলো - তার টাকা আর আগ্রহ যেহেতু আছে
, আমি তাকে আমার সঙ্গে নেবোই। যেহেতু, ইনভেষ্ট মেন্ট আমার প্রয়োজন।
কিন্তুু,
যখন টের পেয়েছে , শুধূ অনেক টাকা হলেই সব জায়গায় জায়গা হয় না,
তখন ক্ষেপে গেছে !!
আমার সমগ্র জীবনের সব থেকে একটি অদ্ভুদ ঘটনা হয়ে এটি থাকলো !!
২| ১১ ই জুন, ২০১৩ রাত ২:০৯
শফিউল আলম চৌধূরী বলেছেন: কিউরিয়াস মাইন্ড ওয়ান্টসটু নো... উনারে কই পাব? যদি আমাগো কিছু দান খয়রাত করত
৩| ১১ ই জুন, ২০১৩ রাত ২:১৫
নানাভাই বলেছেন: সাবাশ, ভালোই করেছেন।
লেখা পড়ে মনে হলো, "মানসিক রোগী"।
৪| ১১ ই জুন, ২০১৩ রাত ২:২৫
খাটাস বলেছেন: বেশী পড়তে পড়তে মাথার তার ছিড়া গেছে !! মাঝে মইদ্ধে পাগল এর সাথে মিটিং খারাপ না। লাইফে সব কিছুর ই দরকার আছে।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৩ রাত ২:০২
সাহাদাত উদরাজী বলেছেন: সাবাস.।। আপনার পথে আপনি চলুন। ফাঁকে একটা গল্প বলি, আমাদের এক সিনিয়র বন্ধু এমন একজনকে একটা ইন্ডাস্টিতে পাটনার করে নিয়ে ছিলো। এখন তার হাতে হারিকেন, পিছনে বাঁশ!