নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

>>>>>>আবদুল্লাহ-আল-মাসুম

আবদুল্লাহ-আল-মাসুম

আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.

আবদুল্লাহ-আল-মাসুম › বিস্তারিত পোস্টঃ

আমার জানলাটা খোলা..তোমারটার খবর বলো...

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫৪

আমার জানলা দিয়ে কয়েকশ' মাইল একত্রে দেখা যায়।

কাশফুল দোলে , আদুরে বাতাসে..অনেক নীচে।

ছোট ছোট বিল, জলা আর পুকুরে রোদের চুমু লেগে

ঝিকমিক করে।

ঝিকিমিকি। ঝিকিমিকি।

বিশাল পাখা ফুলিয়ে ২০ হাত নীচে দিয়ে উড়ে যায় খয়েরি গাঙচিল।

শহর যেখানে এসে ফুরাতে ফুরাতে গ্রামের আর সবুজের গন্ধ গায়ে মেখে নিয়েছে, সেখানের স্বপ্নের ঘাড়ে পা রেখেছে সম্ভাবনার নতুন দিগন্ত।''



১৫ তলার একটি জানলা থেকে শহরের একটা অংশ আর গ্রামের একটা

প্রান্ত উপভোগ করতে করতে মনে হয়-

বেড়াতে এসেছি দার্জিলিং এর কোনো পাহাড়ি বাংলোয় !!



এখানে বদমাস বাতাসেরা সামুদ্রিক শীতলতা নিয়ে

ঢুকে পড়ে হাড়ের ভেতরে।

জুড়িয়ে দেয় তপ্ত শরীর।



আরেকটু ওপরে বসবাস করা গেলে,

জানলার শিক দিয়ে চুরি করে ধরা যেতো আকাশের মেঘ।

কতক সময়,গাঙচিলের সঙ্গে পাল্লা দিয়ে নেমে আসে

হাজার মাইল বেগের নানারঙা এয়ার ক্রাফট।



খুলে রাখা দরোজাটা বারবার ধড়াম করে

লাগিয়ে দেয় ডাকাতে হাওয়া।

আমার খোলা জানলা দিয়ে

যখন তখন ঢুকতে তার পাসপোর্ট লাগে না।



আমার জনলাটা আমি খোলা রাখি

বিশুদ্ধ বাতাস আর শীতল ছোঁয়ার লোভে।

আমার জানলাটা ,নিজের ভেতর পুরো আকাশটাকে

এক গোত্তায় ঢুকিয়ে ফেলতে চায়।

তোমার জনলার খবর বলো ....





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.