নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

>>>>>>আবদুল্লাহ-আল-মাসুম

আবদুল্লাহ-আল-মাসুম

আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.

আবদুল্লাহ-আল-মাসুম › বিস্তারিত পোস্টঃ

কুয়োর ব্যাঙ আর আকাশের গল্প

০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৩:৫৭







কুয়োর ব্যঙ আকাশকে প্রশ্ন করে-

তুমি এতো ছোট কেন ?



- কুয়ো থেকে বেরিয়ে এসো , উত্তর পাবে।



কুয়োর ব্যাঙ তর্ক করে-

যে বড় সে , সর্বত্র ।



- তোমার যুক্তি কুয়োতে সীমাবদ্ধ ।





ব্যাঙ বলে-

কুয়ো বলে কি পৃথিবী নয় .?

কুয়ো ছাড়া কি পৃথিবী হয় ?



আকাশ মুচকি হাসে

- ব্যাঙের জন্য চিরন্তন সত্য।



তুমি যদি এতোই বড়ো

কুয়োর ভেতর কি ?- ব্যাঙের প্রতিবাদ ।



কোনো কিছু কি আমার বাইরে আছে ?

কুয়ো বাইরে থাকবে কেন ?



ব্যাঙ তাকে অনেক ইনসাল্ট করলো।

আকাশ মন খারাপ করলে , মেঘ কালো করে বৃষ্টি হলো।

কুয়োতে আটকা পড়া ব্যঙ কুয়ো ভরে গেলে , লাফিয়ে বেরিয়ে এলো।





লাফাতে লাফাতে উঠে এলো গাছের ডালে।

ওপরে তাকিয়ে দেখে - বিশাল আকাশ।

কুয়োর জলে আকাশের প্রতিচ্ছবি দেখে যে আকাশ সে চিনেছে-

আবার তার সন্দেহ হলো - এটা সেটা নয়।



আকাশ বলে- আমি কতো ক্ষুদ্র বলে তোমার মনে হয় ?

ব্যঙ বললো -

তুমি তো সে নও যার সঙ্গে আমার কথা হয়েছে।

আকাশ হয় ছোট ।

এরকম নয়।

আমি যা দেখছি -

সেটার নাম আকাশ নয়।

অন্য কিছু।



আকাশ হেসে ফেললো।

তাই রঙধনু জেগে উঠলো আকাশের বুকে।





একটা মেঘ যেতে যেতে বলতে লাগলো-

ব্যাঙের কাছে আকাশ ক্ষুদ্র-

এক ফোটা জল, মহা সমুদ্র।















মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.