![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পর্কে বলার কিছুই না। সাধা-সিধে মানুষ।।চাকরী করি, আইটি নিয়ে কাজ করি। গান শুনি। কবিতা-উপন্যাস/গল্প পড়ি। কারো চাটুকার করি না। সত্যকে উম্মোচন করি ।
আজ বিজয় দিবস। দীর্ঘ হরতাল/অবরোধের পর আজ একটি দিন দেশবসী পালন করলো বিজয় দিবস। মানুষের সে কী স্বতফুর্ত আবেদন, বিজয়ের আনন্দে সবাই রাস্থায় নেমে এসে বিজয় দিবস পালন করেছে। কিন্তু এই বিজয় এই আনন্দ শুধু একদিনের জন্য, সামনে আসছে ম্যারাথন অবরোধ/হরতাল, সেই গাড়ি ভাংচুর/অগ্নি সংযোগ, অগ্নিদহ্য, রেল লাইনে উৎপাতন, সাধারণ মানুষের হতাশা, দিনপ্রতি প্রায় ১০০০ কোটি টাকার লোকসান, ব্যবসায়ীদের ক্ষতি, দিনমজুরদের না খেয়ে থাকা, আর রাস্তায় চলাচলরত মানুষের উৎকন্ঠা । নামে মাত্র স্বাধীনদেশবাসী আবারো বঞ্চিত / গৃহবন্দি হতে যাচ্ছে। আর সরকার মোটেও জনগনের জান-মালের নিরাপত্তা দিতে পারছে না। তাই জনগণ জেগে উঠো ! গর্জে উঠো। স্বাধীনতাকে ভোগ করতে হলে, মাঠে/রাস্তায় নামতে হবে, রাজাকারদের হটাতে হবে। দেশ আমাদেরেই । আমাদেরই হাল ধরতে হবে। নতুবা কাক/চিল/শকুনেরা দেশটাকে চিরে চিরে খাবে।।।।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৪
পাঠক১৯৭১ বলেছেন: খালেডা বেগমের বালছাল থেকে যাবে, বেগম যাবে লালঘরে।