![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পর্কে বলার কিছুই না। সাধা-সিধে মানুষ।।চাকরী করি, আইটি নিয়ে কাজ করি। গান শুনি। কবিতা-উপন্যাস/গল্প পড়ি। কারো চাটুকার করি না। সত্যকে উম্মোচন করি ।
সম্প্রতি আমার ভাগ্নি স্কাইপির মাধ্যমে এক প্রাবসী বাংঙ্গালী ভাইকে আনু্ষ্ঠানিকভাবে বিয়ে করে। ছেলে বিদেশের নাগরিত্ব অর্জন করেছে। এখন ঐদেশ থেকে ছেলের বার্থ সার্টিফিকেট তুলতে এবং ভাগ্নিকে বিদেশ যেতে হলে তাকে কাবিননামা দেখাতে হবে, যা আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণায়ল থেকে অ্যাটাস্ট করতে হবে। আমার প্রশ্ন হলো আইন মন্ত্রণালয়ের কোন বিভাগ এবং কোথায় কাবিননামা অ্যাটাস্ট (সত্যায়িত) করে, সেখানে কি কি কাজগপত্র দেখাতে হবে এবং কোন ফী আছে কিনা দয়া করে নিয়মটা জানাবেন।
২| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৬
রিফাত হোসেন বলেছেন: ল মিনিস্ট্রি সার্চ দিলেই পাবেন সেখান থেকে কন্টাক্ট নিয়েনেন
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৩
রিফাত হোসেন বলেছেন: কিভাবে করাবেন আমার ও জানা দরকার। আমাকেও জানান। বিয়ের কাবিনের পর ধীরে ধীরে কি করলেন?
http://www.mofa.gov.bd/index.php?option=com_content&view=article&id=119&Itemid=123
তবে আইন মন্ত্রণালয় কেন বুঝলাম না...