![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পর্কে বলার কিছুই না। সাধা-সিধে মানুষ।।চাকরী করি, আইটি নিয়ে কাজ করি। গান শুনি। কবিতা-উপন্যাস/গল্প পড়ি। কারো চাটুকার করি না। সত্যকে উম্মোচন করি ।
সন্তান লালনে একটা গুরু দায়িত্ব পালন করলাম। ৩ বছর ৪ মাস বয়সী আমার একমাত্র মেয়ে নিশাতকে স্কুলে ভর্তি করালাম। সে ও খুশি, আমি ও খুশি। তার ভর্তির মূহুর্তে আমি আমার প্রথম স্কুলে ভর্তি হবার কথা স্বরণ করছিলাম। সেই সময়ে আমার বাবা-মা আমার হাত ধরে, আমাকে স্কুলে নিয়ে ভর্তি করিয়ে দিয়ে আসে। বৃত্তের চক্রে আজ আমি বাবা। আমি আমার সন্তান কে নিয়ে তার দাদা-দাদিকে সাথে নিয়ে স্কুলে নিয়ে যাই।
যুগের দাবি, প্রথম ক্লাস প্লেগ্রুপ। আমাদের সময়ে নাসার্রি থেকে শুরু হয়েছিল। সন্তানদের স্কুলে ভর্তি ফী, বেতন, বই-খাতা, ড্রেস কতই না হিসাব। শুধু হিসাব মিলে না আমাদের সাথে আমাদের সন্তানদের। আমার প্রথম নাসার্রি বেতন ছিল ২০ টাকা। আর এখন একথা শুধু গল্প। আমাদের সময়ে এক ক্লাস থেকে পাস করে পরের ক্লাসে উত্তির্ণ ছিল। আর এখন পাস কর আর যাই কর প্রত্যেক ক্লাসে আবার নতুন ভর্তি ফী দিতে হয়। যেনো প্রত্যেক বছর রিনিউ করা।
সবশেষে আমার সন্তান জন্য আমি দোয়া প্রর্থি। তার জন্য দোয়া করবেন।
ধন্যবাদ।।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
নুরএমডিচৌধূরী বলেছেন: সুন্দর
শুভ কামনা
নতুন বছরের
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৫
চোখাচোখি বলেছেন: ৩ বছরের বাচ্চাকে স্কুলে দেয়া আমি সঠিক মনে করিনা ( হোক প্লে লেবেল) মাফ করবেন। এটা আমার মতামত মাত্র।