নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

এহতেশাম উদ্দিন

আমার সম্পর্কে বলার কিছুই না। সাধা-সিধে মানুষ।।চাকরী করি, আইটি নিয়ে কাজ করি। গান শুনি। কবিতা-উপন্যাস/গল্প পড়ি। কারো চাটুকার করি না। সত্যকে উম্মোচন করি ।

এহতেশাম উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

ডায়রেক্ট বাংলাওয়াশ

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৩

এএমনটাই হবার কথা ছিল। উচিত জবাব পাক বাহিনীদের এবং সেই পাকা আম্পায়ার জনাব আলীম সাহেবের জন্য, যিনি এবং তার সহযোগী মিলে সবনিয়ম কানুন ভেঙ্গে বিশ্বকাপ কোয়রার্টার ফাইনাল থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ব্যবস্থা করেছিলেন।



এমন বিচার মেনে নেওয়ার নয়।

মহা আনন্দ লাগছিল পাক টিভি রির্পোট দেখে। সেখানে ওয়াইট ওয়াশ কথাগুলো ভালই লাগছি।


জামাতের একমাত্র সক্রিয় সমর্থন পাকিস্থান আজ বাংলাওয়াস হলো। এটি জামাতের জন্য দু:খ। আর জামাতের একমাত্র সহযোগী দলের ও বোধ করি দু:খ লাগছে। আপনি নিশ্চয় বুঝতে পারছেন কোন পার্টিকে ইংগিত করছি। ঠিক ধরেছিন ঐটাই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৫

হাসিবুল হাসান শান্ত বলেছেন: আপনি তো বাঙ্গালি তাই না??
বাঙ্গালিদেরতো ভালো লাগেবেই...

এখনতো আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি কে? ?
হা আমি বাংলাদেশি আমাকেও এই বিজয় খুব আনন্দ দিয়েছে ....

আশা করি কিছু বুজতে পারেন নাই...

২| ২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৩

সুমন কর বলেছেন: বিজয়ের এই মুহুর্তে বাংলাদেশ ক্রিকেট দলকে সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের প্রতি কৃতজ্ঞতা শত সমস্যার মাঝেও ১৬ কোটি মানুষকে একটু নির্ভার হাসির উপলক্ষ করে দেয়ার জন্য।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৪

এহতেশাম উদ্দিন বলেছেন: ৥ হাসিবুল হাসান শান্ত । দয়া করে জামাতের সমর্থন ছাড়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.