![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পর্কে বলার কিছুই না। সাধা-সিধে মানুষ।।চাকরী করি, আইটি নিয়ে কাজ করি। গান শুনি। কবিতা-উপন্যাস/গল্প পড়ি। কারো চাটুকার করি না। সত্যকে উম্মোচন করি ।
(পুরো কন্টেনটি কপি করা। যেহেতু এখানেই সবকিছু সুন্দর করে বলা আছে এবং জাতিকে জানাবার অনেককিছু আছে তাই লিঙ্ক দিয়ে দিলাম।)
গত ১৫ই আগস্ট জাতির পিতার হত্যাদিবসে জন্মদিন পালন করেছেন খালেদা জিয়া।অনুষ্ঠানে একজন সাবেক ভিসি , বিচারপতি , বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের উপস্থিতি আমাদের ক্ষোভের মাত্রাকে বহু গুন বাড়িয়ে দেয় ।আমরা এ নোটে প্রমাণ করব খালেদা জিয়া কি পরিমাণ মিথ্যাবাদী একজন নারী।
১৫ ই আগস্ট কারও জন্মতারিখ হতেই পারে তবে যদি তা যদি বছরের পর বছর কারও হত্যাদিবসে সকলের পালন করা শোককে কটাক্ষ করে উদ্দেশ্যমূলকভাবে হয় তাহলে তা ক্ষমার অযোগ্য অপরাধ।১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাদিবসে জাতির শোকের সাথে গাদ্দারী করে,মানুষের অনুভূতির সাথে ঠাট্টা করে যে ধৃষ্টতা খালেদা জিয়া দেখিয়েছে এরপর থেকে তাকে কিছুতেই ধার্মিক, বুদ্ধিমতী নারী হিসেবে ডাকা যায়না।দেখুন ১৫ই আগষ্ট, ২০১০ সালের যুগান্তরের রিপোর্ট যেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে সাবেক হুইপ জামালের পরামর্শে শুরু ১৫ আগষ্টের জন্মদিন পালনঃ
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
ক্লিক করুন
©somewhere in net ltd.