![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পর্কে বলার কিছুই না। সাধা-সিধে মানুষ।।চাকরী করি, আইটি নিয়ে কাজ করি। গান শুনি। কবিতা-উপন্যাস/গল্প পড়ি। কারো চাটুকার করি না। সত্যকে উম্মোচন করি ।
সবাইকে শুভেচ্ছা।
আমার জানা মতে এখানে বহু পাঠক, ব্লগার রয়েছে যারা ইতোমধ্যে ইন্তানবুল এ ভ্রমন করেছেন। এই মাসে আমি অফিসিয়াল কাজে টার্কিস এয়ারে লন্ডনে যাচ্ছি এবং ফেরার পথে দুইদিন ইন্তানবুলে থেকে আবার ঢাকা ফেরত আসতে চাচ্ছি। কিন্তু সমস্য হচ্ছে আমি ইন্তানবুলের কোন ভিসা নেই নাই। শুনেছি ইভিসা ৬০ ডলার খরচ করে নেওয়া যায়। আবার শুনেছি লন্ডনে মাল্টিপল ৬ মাসের ভিসা থাকলে ইন্তানবুলে পোর্ট এন্টি ভিসা পাওয়া যায়।
এই বিষয়টির আমি অভিজ্ঞ ব্লগার ভাইবোনদের কাছ থেকে জানতে চাই। তাছাড়া দুই দিন সেখানে কম খরচে কোথায় থাকা যায়্ এবং কোথায় ভিজিট করা যায় তার যদি বিবরণ অথবা ওয়েবের লিঙ্ক পাওয়া যেতো তবে আমার উপকার হতো।
সবশেষে এই রাতে আবারো সবাইকে শুভেচ্ছা দিয়ে শেষ করছি।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১:৩৯
বুলবুল সরওয়ার বলেছেন: pl contact me [email protected]. I might help...
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১:০৭
পিচ্চি হুজুর বলেছেন: পোর্ট এন্ট্রির বিষয়টা চেক করে নিয়েন। আর এখন ত পরিস্থিতি আগের মত না, এন্ট্রি ভিসা দিবে কিনা দেখেন।
http://www.theguardian.com/travel/2011/sep/14/10-best-sights-istanbul-city-guide