নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

এহতেশাম উদ্দিন

আমার সম্পর্কে বলার কিছুই না। সাধা-সিধে মানুষ।।চাকরী করি, আইটি নিয়ে কাজ করি। গান শুনি। কবিতা-উপন্যাস/গল্প পড়ি। কারো চাটুকার করি না। সত্যকে উম্মোচন করি ।

এহতেশাম উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

! ই-টিন এর যন্ত্রনা !

০৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৯

বহু সখ করে আমার ই-টিন করতে আমি অনলাইন ই-টিন https://secure.incometax.gov.bd/TINHome পেইজের সরনাপন্ন হলাম। শুরুতেই থাকা। এত গুরুত্বপূরর্ণ সাইটির নাই কোন SSL সার্টিফিকেট। ফলে এক ধাকায় পেইজ লোড হয় না। যাই হোক বাইপাস করে পেইজ লোড করে, নিজের ইনফরমেশন দিয়ে ফর্ম ফিলাপ করলাম। কিন্তু বাধ সাধলো স্মার্ট কার্ড নিয়ে। আমরা যারা স্মার্ট কার্ড পেয়েছি, সবার জন্য এই ভোগান্তি, কেননা অনলাইনের ই-টিন স্মার্ট কার্ড ভেরিফিকেশন করতে পারে না। আবার পুরোনো কার্ডের ইনফরমেশন ও নেয় না। কারণ স্মার্ট কার্ড হাতে পাওয়ার সাথে সাথে পুরোনো ভোটার কার্ডের নাম্বার ডিএকটিভ হয়ে গেছে।



পরে অনলাইন ই-টিনের ইনফর্মশন ডেক্সে ফোন করে সাহায্য নিলাম (ভাগ্যিস ফোন ধরসে)। আমাকে পরামর্শ দিলো পাসপোর্ট নাম্বার দিয়ে ফর্ম ফিলাপ করতে। আমতো মহা খুশি এবার বুঝি হয়েই গেলো। কিন্তু না । ই-টিন পেলাম না, পেলাম টিকিট নাম্বার, যে নাম্বারের কপি প্রিন্ট করে নিদিৃষ্ট ইনকাম ট্যাক্স অফিসে অরিজিন পাসপোর্ট নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য। এ এক যন্ত্রনা। আমি এখনও কাঙ্খিত ই-টিন হাতে পাই না।

এরা আদৌ স্মার্ট হলো না।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৩

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর সবচাইতে অদক্ষ আমলারা সব্বাঙালী!

২| ০৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৬

নতুন বলেছেন: আমাদের দেশের বেশির ভাগ দপ্তরের বড় কম`কতারা প্রযুক্তি সম্পকে ভালো ধারনা নাই।

নতুন প্রযন্মের লোক গুলি যখন উপরে যাবে তখন তারা বুঝতে পারবে এবং সবকিছুই বদলে যাবে...

৩| ০৫ ই জুন, ২০১৭ রাত ৮:০৬

সুমন কর বলেছেন: ভাগ্য ভালো আগেই করে ফেলেছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.