![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পর্কে বলার কিছুই না। সাধা-সিধে মানুষ।।চাকরী করি, আইটি নিয়ে কাজ করি। গান শুনি। কবিতা-উপন্যাস/গল্প পড়ি। কারো চাটুকার করি না। সত্যকে উম্মোচন করি ।
আমি দুই অথবা তিনটি সিম (মোবাইল ইন্টারনেট/ডাটা) Merge করে একসাথে চালাতে চাচ্ছি। অর্থ্যাৎ একাধীক মোবাইল ইন্টারনেট একসাথে combine করে বেশি স্পীডে ইন্টারনেট সংযোগ পেতে চাচ্ছি। এর জন্য কোন রাউটার / ডংগল বা ডিভাইস থাকলে একটু আওয়াজ দিয়েন।
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩
রিফাত হোসেন বলেছেন: dual sim dual active mobile এ internet connection দেখতে পারেন। সেখানে call conference করা যায় তবে net speed নিয়ে কিছু পেলাম না। এই dsda capacity mobile এ দুইটা sim এর ই data active থাকার কথা। আমার dual sim dual standby mobile এটাতে একটা কল করলে আরেকটা সাময়িক বন্ধ থাকে তাই জানি না। dsa/dsda or dual sim dual active নতুন, সব মোবাইলে নাই Click This Link দেখতে পারেন।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১০
রাফায়েত আবদুল্লাহ বলেছেন: use "Tenda" Router
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৫
রাজীব নুর বলেছেন: বুঝলাম না।