![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পর্কে বলার কিছুই না। সাধা-সিধে মানুষ।।চাকরী করি, আইটি নিয়ে কাজ করি। গান শুনি। কবিতা-উপন্যাস/গল্প পড়ি। কারো চাটুকার করি না। সত্যকে উম্মোচন করি ।
ভালবাসার সবই মেকী, সত্যিকারের ভালবাসার টান অপরজন বুঝতোও পারে না …..
কি করে বললে তুমি
------------- আইয়ুব বাচ্চু
কি করে বললে তুমি
তোমাকে হঠাত করে ভুলে যেতে,
কি করে ভাবলে তুমি
আমাদের এতদিনের সবি ছিল পাগলামি।
তোমাকে ভেসেছিলাম ভালো
সেই ভাবনায় থাকত পড়ে মন
তোমাকে বোঝার সময় গেছে কখন
বুঝিনি আগে।
আজ হেয়ালী সর্বনাশের,
স্বপ্নলিপি ছিড়ে গেছে
আজ যদি সব বল মিছে
তোমার কথা মানবোবা না আমি
তোমাকে ভেসেছিলাম ভালো
সেই ভাবনায়, থাকত পড়ে মন
তোমাকে বোঝার সময় গেছে কখন
বুঝিনি আগে।
কি করে বললে তুমি
তোমাকে হঠাত করে ভুলে যেতে,
কি করে ভাবলে তুমি
আমাদের এতদিনের সবি ছিল পাগলামি।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪
কামরুননাহার কলি বলেছেন: কবিতাটি সুন্দর হয়েছে ভাইয়া।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭
মিরোরডডল বলেছেন: your title said fake but first line talk about true love
doesn't it mean true love still exist but some may not
when someone fall in love and in a healthy relation seems its true love
but when broken up - no longer working feels it was fake
anyway, this AB's song is nice
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭
রাজীব নুর বলেছেন: একবার মাদার তেরেসার কথা ভাবুন- নিজের দেশ ছেড়ে এসে অন্য দেশের কুষ্ঠ রোগীদের সেবা করতেন। আপনি যদি আপনার শত্রুকেও ভালোবাসেন- একদিন না একদিন সে আপনার বশ্যতা স্বীকার করবে।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সব ভালবাসাই মেকি নয়। তেমনি সবার সাথে ভালবাসাই মেকি নয়। স্বার্থের জন্য ভালবাসাই মেকি।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২
বিজন রয় বলেছেন: মেকী হবে কেন?
তাহলে তো মানুষ মারা যাবে।