![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পর্কে বলার কিছুই না। সাধা-সিধে মানুষ।।চাকরী করি, আইটি নিয়ে কাজ করি। গান শুনি। কবিতা-উপন্যাস/গল্প পড়ি। কারো চাটুকার করি না। সত্যকে উম্মোচন করি ।
জাতিসংঘ থেকে আমরা সবেমাত্র উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেলাম। বিষয়টি আমাদের জন্য একটি স্বীকৃতি। কিন্তু গত শতাব্দী থেকে আমরা পাঠ্য বইয়ে পড়ে এসেছি যে, বাংলাদেশ একটি উন্নয়শীল রাষ্ট্র/দেশ। সেখানে বলা হয়েছিল যে দক্ষিন এশিয়ার দেশ সমূহের মধ্যে বাংলাদেশ, ভারত উন্নয়শীল দেশ ।
এদিকে সরকার ঢাক-ঢোল পিটিয়ে ঘোষনা দিয়েছে যে, বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ। সেটা ও আমাদের জন্য বিরাট অর্জন। কিন্তু সদ্য জাতিসংঘ থেকে পাওয়া স্বীকৃতি, আর মধ্যম আয়ের দেশ বিষয়টা এবং বহু বছর ধরে জেনে আসা বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। এগুলো আমাদেরকে বিভ্রান্ত করছে।
কোনটা সঠিক আার কোনটা বেঠিক কতৃপক্ষ তা জানিয়ে জাতিকে একটু উদ্ধার করবেন প্লিজ।
২| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @বিশ্ব ব্যাংক সব কম ও মধ্য আয়ের দেশগুলোকে উন্নয়নশীল হিসাবে শ্রেণীভূক্ত করে।
৩| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০১
কালীদাস বলেছেন: ফকিন্নি মার্কা দেশগুলো নিজেদের দরিদ্র না বলে উন্নয়নশীল বলার প্রথা অনেকদিন ধরেই অনুসরণ করে আসছে। সবাই ধরে নেয় উন্নয়নের পথেই আছে দেশগুলো লংরানে। জাতিসংঘেরটা হল অফিশিয়ালি রিকগনাইজ করা।
কমেন্ট হুদাই করলাম সম্ভবত গত তিন বছরে কারও কমেন্টের রিপ্লাই দেন নাই দেখলাম।
৪| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৪
বারিধারা ৩ বলেছেন: বিশ্বব্যাংকের থিওরী অনুযায়ী, যেসব দেশের মোট জাতীয় উৎপাদন মাথাপিছু ১০২৬ থেকে ৪০৩৫ ডলারের মধ্যে, তাদেরকে মধ্যম আয়ের দেশ বলা হয়। ইউএনডিপি আবার বাৎসরিক প্রবৃদ্ধির হারকে নির্ণায়ক ধরে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে রেখেছে।
৫| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৫
রাজীব নুর বলেছেন: যেদিন আমরা সত্যিকার ভাবে উন্নয়নশীল দেশ হবো। সেদিন সংজ্ঞা আপনাকে জানাবো।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আরেকটু লিখতে পারতেন!
খাতা কলমে আমরা নিন্ম-মধ্যম আয়ের দেশ। কিন্তু আগের চেয়ে কী লাভ হয়েছে? দেশ কী সুবিধা পাবে??।
উত্তরঃ
বৈদেশিক অনুদান কমে যাবে? সুদের হার বাড়বে? এতে ধনীরা ফুলেফেঁপে উঠবে আর গরীবরা ফকির হবে।।