![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সম্পর্কে কি লিখবো বুঝতে পারছিনা। একটা জিনিস বলতে ইচ্ছা করছে যে আমার ভুলে যাওয়ার রোগ আছে। কোন মানুষের সাথে কয়েকমাস দেখা সাক্ষাত না হলে আমি তাদের নাম ভুলে যাই। আরো বেশী সময় দেখা সাক্ষাত না হলে তাদের চেহারাও ভুলে যাই। আর আমি বই পড়তে ভালবাসি। বলতে গেলে আমি বুক আয়ডিক্টেড। এইতো ........
ষোল গুটি নামে একটা খেলা আছে। গ্রাম গঞ্জের আজাইরা মানুষগুলো পরম আগ্রহে এ খেলাটা খেলে থাকে। আমি গ্রাম গঞ্জে বড় না হলেও এ খেলাটা জানি। আজ খেলছি মামাতো ভাইয়ের সাথে। এ খেলাটা শেখার পেছনে মজার একটা গল্প আছে।
বছরখানেক আগে গ্রাম থেকে আমার মামাতো ভাই আর চাচাতো ভাই আমাদের বাসায় আসে। আমাদের বাসায় বর্তমানে বিনোদনের অভাব না থাকলেও তখন ছিল। ওরা সারাদিন টিভি দেখে দেখে ক্লান্ত। বেজার মুখে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আমি আমার ফেবু একাউন্ট নিয়ে ব্যস্ত। খানিক পরে অন্য ঘরে যেয়ে দেখি দুজনে দাবা নিয়ে বসেছে। আমি যতদূর জানতাম ওরা দাবা খেলা জানে না। ওমা! কাছে গিয়ে আমি একদম অপ্রস্তুত। দুজনের রাজাই কাত হয়ে পাশে পরে আছে। কয়েকটা সৈন্য নিচের সারিতে বসে ঝিমুচ্ছে। ক্যামনে কি! সৈন্যগুলোও আড়াআড়িভাবে চাল দিচ্ছে।তারপরেও খেলা চলছে।
চোখ কচলে ব্যাপার স্যাপার জিজ্ঞেস করলাম। দাবা বোর্ডে ষোল গুটি খেলা। আমিও এখন এ খেলায় মজে গেছি। চান্স পেলেই খেলি।
©somewhere in net ltd.