| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুম বাদল
Freelance Voiceover Artist / Audio & Video Editor / Writer / আবৃত্তি শিল্পী। একক কাব্য-গ্রন্থ: ২ টি
শুনতে হলে ক্লিক করুনঃ
ভ্রমর কহে-
“দুঃখ কেন কুমড়োলতা!
তোমার ডগায় ফুল ছিল
আজ ফল দেখি
নিশ্চয়ই কোন গুণী ভ্রমর
হয়েছিল অভিসারী …”
কুমড়োলতা ডুকড়ে বলে-
“হতভাগী আমি
তা’বলে
নিষ্ঠুর কেন হব
যে দেহ মন
তোমায় সঁপেছি
সেগুলো নিয়ে
অন্যে নীত হবো!”
ভ্রমর তখন
ব্যঙ্গ সুরে–
“ফুল শুকায়ে
ফল করেছ
এখন বলছ নীতিকথা
মানায়না-
এ-
মানায় না!
ভালই করেছ
আমি যখন দুরবনে যাই
তোমার তখন জাগলো কাম
সময়মতো পেয়েও গেছো…”
কুমড়োলতায় দমকা হাওয়া
কন্ঠে দারুণ আহাজারি
বলে-
“যা খুশী আজ বলবেইতো
মন-ভ্রমরার অগচরে
তস্কর কীট দাঁও মেরেছে
দুখের সময়
দুধের মাছি!
এঁটোলতা ভুলবেইতো…
কাপুরুষ!
যাও সর্ষে বনে…”
২০ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৩
মাসুম বাদল বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভকামনা
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৯
এম এ কাশেম বলেছেন: চমৎকার কবি।
অনেক ভাল লাগা।