![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন এঞ্জেলের মত জীবন যাপন করতে চাই।
জামাতে ইসলামী ইসলামের নামে, ভারত বিরোধিতার নামে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলো-এর দায়ভার জামাতের, এর দায়ভার কোনভাবেই ইসলামের উপর চাপানো যাবেনা। কিন্তু আজকাল কিছু বামপন্তী, নাস্তিক এর দায়ভার ইসলামের উপর চাপিয়ে ইসলামের সমালোচনা করতে শুরু করে। এইসব বুদ্ধি প্রতিবন্ধী নাস্তিক-বামপন্তীরা মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে ধর্মনিরপেক্ষতাকে প্রতিষ্ঠা করতে চায়।
অথচ এরা জানেনা যে, বাংলাদেশ স্বাধীন হয়েছিলো ইসলামের নামে, আল্লাহ্র নামে, পাকিস্তানী শোষকদের হাত থেকে বাংলার মজলুম জনগণকে মুক্ত করার জন্যে। বিশ্বাস না হয়, ইতিহাস খোলে দেখুন। মুক্তিযোদ্ধারা যুদ্ধের ময়দানে নামাজ পড়ে, আল্লাহ্র কাছে বিজয় প্রার্থনা করে, আল্লাহ্র নাম জপতে জপতে যুদ্ধ করেছে। এমনকি অনেক বড় বড় আলেম প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন। “আলেম মুক্তিযোদ্ধার খোঁজে” এবং “একাত্তরের চিঠি” এই বই দুইটি পড়লেই ভালোভাবে জানতে ও বুঝতে পারবেন।
আমি বুঝিনা এইসব নাস্তিক বামপন্তীগুলো কোন সাহসে ৯০% মুসলিমের দেশে, যে দেশের মাটিতে শুয়ে আছেন শাহজালাল (রঃ), হযরত শাহ পরান(রঃ)এর মতো ইসলামের বীরসেনানীরা সে দেশে ধর্মনিরপেক্ষতার মতো একটি কুফরি মতবাদের পক্ষে কথা বলার সুযোগ পায়, ইসলামী আইনের বিরোধিতা করার সাহস পায়, আল্লাহ্ রাসুলের সমালোচনা করার সাহস পায়।
আসলে দোষ ওদের না, দোষ আমাদের কারণ আমরা এখন নামেমাত্র মুসলিম আর ওঁরা হচ্ছে কাজে কর্মে নাস্তিক,বামপন্তী।
বাম-রাম ও নাস্তিকদের পরবর্তী টার্গেট, অজামাতী ইসলামপন্থীরা!!!
ইসলামপন্থীদের একটা শ্রেণীকে রাজাকার বলে কলঙ্কিত করার মিশন সফল হওয়ার পথে। এটা দেখে অজামাতী ইসলাম পন্থীদের অনেকেই বেশ খোশ মেজাজে আছেন। ভাবছেন, জীবনভর ফতোয়া দিয়ে যা না করা গেছে, ৪বছরে নাস্তিকরা তা করে ফেলেছে। শত্রু (!) খতম!
কিন্তু আমি হলফ করে বলতে পারি, নাস্তিকদের জামাত দমন মিশন শেষ হয়ে গেলেই তারা ঘরে ফিরে যাবে না। তখন শুরু হবে নতুন আইটমের আন্দোলন। সেটার শিরোনাম হতে পারে ''মৌলবাদ ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ চাই'' জামাত তো কিছুটা সাংগঠনিক ভাবে শক্তিশালী হওয়াতে মার খেয়েও কিছুটা নড়ার শক্তি ছিল, বাকিদের মনে হয় সে সুযোগও মিলবে না।
আর যারা চার দেয়ালে ইসলাম বন্দি থাকার প্রবক্তা, তাদের কর্মকাণ্ড নিয়ে কোন কালে কোন ইসলাম বিরোধীদেরই মাথাব্যথা নেই। প্রথম আলোর ভাষায় তারা হলো, ধর্মপ্রাণ মুসলমান! সুতরাং অজামাতী ইসলামিক এ্যক্টিভিস্ট ও ঠান্ডা ইসলামপন্থীরা সবাধান হোন!!! শুধু জামাত নির্মুল হলে তো ব্যপার ছিল না, নির্মুল যে হতে যাচ্ছে ইসলাম!!সচেতন না হরে সৃষ্টি হতে পারে আরেকটি তুরস্ক ও মোবারক পূর্ববর্তী মিশরের!!!
দেশপ্রেমের ব্যবসা আসলে খুবই লাভ জনক। আমাদের মৌলভীরা এটা একটু কম বোঝে। মুক্তিযুদ্ধের একটা সার্টিফিকেটের কতো মুল্য এই বাজারে, সেটা কে না জানে? চাকুরী, বানিজ্য থেকে নিয়ে সব কিছুতেই বিশেষ কোটা সুবিধা! ভাতা তো আছেই! খবরদারি ফ্রী। আমার কেন যেন মনে হয়, আজকের শাহবাগকেও সেমি মুক্তিযুদ্ধ ঘোষণা দিয়ে বাম ও নাস্তিকরা আমাদের জাতীয় জীবনে আরেকটি ক্রেডিট নিয়ে আরো একশ বছর খবরদারী পাকাপোক্ত করবে এদেশে। এমনকি মুক্তিযুদ্ধের মতো শাহবাগ আন্দোলনের সার্টিফিকেট নামে সনদ বিতরণ করা হবে। মৌলভীরা এবারও চেয়ে চেয়ে দেখবে মাত্র।
শাহবাগ জ্বরে ভুগছেন যারা:
ডেনমার্ক কিংবা কানাডায় কেউ বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গ কার্টুন তৈরি করলে কিংবা পশ্চিমা দুনিয়া অবমাননাকর ফিল্ম বানালে বাংলাদেশের আকাশে বাতাশে তার বিরোদ্ধে মুসলিমদের প্রতিবাদের ঝড়ের শব্দ শোনা যায়। মহাম্মাদ সা: কে 'মহা উম্মাদ' বলে উচ্চারণ অযোগ্য অশ্লীল ভাষায় গালমন্দ করা নাস্তিক ব্লগার আসিফ মহিউদ্দীন, ফেসবুক ইউজার রাতুল, অন্ধ পুথিবী প্রমুখ স্বঘোষিত নাস্তিকদের ডাকে সেই মুসলিরাই আজ শাহবাগে জড়ো হয়েছে মানবতা বিরোধী অপরাধের রায় বিরোধী সমাবেশে!!
তাদের প্রাথমিক দাবি ছিল কাদের মোল্লার ফাঁশি, এরপরে সেটা উন্নীত হয়েছে জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে, আন্দোলনের সর্বশেষ ভার্সন হলো ইসলামিক রাজনীতি নিষিদ্ধের দাবি!!! জাত চেনাতে যে নাস্তিকরা দেরি করবে না, সেটা জানা ছিল আগেই। তবে নামধারী অবচেতন মুসলিমরা যে বুঝতে অনেক দেরি করে ফেলছে সেটাই শংকার বিষয়। মানবতাবিরোধী অপরাধের বিচার চাওয়া যে কারো অধিকারই নয় কেবল, নৈতিক দায়িত্বও বটে। তবে গণহত্যাই কেবল মানবতা বিরোধী অপরাধ নয়, যে কোন হত্যাই মানবতা বিরোধী অপরাধ। সুরা মায়েদা আয়াত নং ৩২ এ আল্লাহ বলেন, যে ব্যক্তি কোন একজন নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, সে যেন সকল মানুষকে (গোটা মানবতাকে) হত্যা করলো।
মাত্র একজন মানুষকে হত্যার দায়ে যদি মানবতা হত্যার অভিযোগ করা যায়, তবে লাখো মানুষের হত্যার দায় কতো বড়? কিন্তু সেই গণহত্যার জন্য কে কতোটা দায়ী, তা সন্দেহাতীত ভাবে না জেনে মন্তব্য করা কোন বিবেচকের জন্যই সমীচীন নয়। বিশেষ করে গণতান্ত্রির রাজনীতির ফায়দা লুটার সমাজে বিষয়টি আরো বেশি জটিল। সবচে বড় কথা হলো, মানবতা বিরোধী অপরাধের বিরোদ্ধে যদি এমন কোন শ্রেণী নেতৃত্ব দেয়, যারা নিজেদের দাবি মতেই ইসলামের চূড়ান্ত শত্রু হওয়া দিনের বেলায় সূর্যের আলোর মতো পরিস্কার-তাদের সাথে একাত্মতা পোষণ করা শুধু মানবতা বিরোধী অপরাধের বিরোদ্ধেই অবস্থান নয়, ইসলামের বিরোদ্ধেও অবস্থান বটে। কারণ এই আন্দোলনের সবচে বড় ফসলটি তুলবে সেসব নাস্তিকরা, এতে মানবতা বিরোধী অপরাধের রায় বিরোধী আন্দোলনের পাশাপাশি তাদের চেতনাও অনেকাংশে প্রতিষ্ঠিত হবে।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
মিজান আফতাব বলেছেন: ইসলাম ধর্ম আর জামাতে ইসলাম কখনো এক ছিল না, এক হবেও না ...
ইসলাম ধর্ম চিরকালই সার্বজনীন ধর্ম এবং অবশ্যই মঙ্গলময়।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
যোগী বলেছেন: হ ঠিক কইছেন আমাদের এলাকার যে হিন্দু মুক্তিযোদ্ধা আছেন বিরেন সরকার, সেও ৭১ এ আল্লাহ্র নামে যুদ্ধ করেছেন। ৩৩ কোটি দেব-দেবীর নাম লওনের টাইম ছিলোনাতো তাই।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
ফারমার বলেছেন: সাড়ে ৩ হাজার বছর পুর্বের তোরাহ, ৩ হাজার বছর পুরানো যবুর, ২০০০ বছর পুরানো বাইবেল, ১৪ বছর পুরানো কোরান দিয়ে রাস্ট্র চালানো সম্ভব নয়; মানুষ সামনে যাচ্ছে প্রতি মহুর্তে, আপনি পেছনে রয়ে গেছেন; কারণ আপনি সময়ের সাথে এগুতে পারেননি, এটাই সত্য! আপনি মানুষ জাতিকে পেছনে নিতে পারবেন না; আপনি শিখুন, না হয় আশা নেই!
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১
ফারমার বলেছেন: আমার কমেন্টে টাইপো: ১৪ বছর পুরানো কোরান----> ১৪০০ বছর পুরানো কোরান
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১
টাইটান ১ বলেছেন: এই আন্দোলন ইসলামকে মুছে দেবার আন্দোলন নয়। এটা ইসলামকে রক্ষা করার আন্দোলন। এক আসিফকে দিয়ে পুরো আন্দোলনকে বিচার করছেন কেন? আন্দোলনটা মেনে নিতে পারছেন না, তাই তো?
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: ইসলাম কারও বাপ দাদার সম্পত্তি নয় সকল জাতীর পথ নির্দেশক
ও মুক্তি একমাত্র ইসলাম
আর রাজাকার যুদ্ধাপরাধি যার যে অপরাধ তার বিচার যথার্থ
হোক সেটা সবারই কাম্য ।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
সরলপাঠ বলেছেন: @পরিবেশ বন্ধু - আপনি আমার প্রিয় ব্লগারদের একজন, কারণ চিন্তার মিল। কিন্তু শাহবাগের এই আন্দলন করতে গিয়ে (বাম ছাত্র সংগঠন গুলো যেহেতু নেতৃত্বে) তারা ইসলামকে টার্গেট করেছে - যা খুবই দুঃজনক। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী আর ইসলামকে গালাগালি একনয়।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
কান্না হাসি বলেছেন: কি আড়াল করার জন্য এই আন্দোলন? যেখানে অবাধে যৌন হয়রানি হচ্ছে--
• উচ্চ দ্রব্য মূল্য
• তেল-গ্যাস-বিদ্যুতের উপর্যুপরি মূল্যবৃদ্ধি
• কুইক-রেন্টাল ধাপ্পাবাজি
• পিলখানা হত্যাকাণ্ড
• সাগর-রুনি হত্যা, মেঘের দেখভালের লা-পাত্তা
• চৌধুরী আলম-ইলিয়াস গুম
• দেশব্যাপী খুন-গুম-ধর্ষণের সয়লাব
• শেয়ার-ডেস্টিনি-ইনিপে-হলমার্ক-সোনালী ব্যাংক গলাধঃকরণ
• নজিরবিহীন বিরোধী দলন-নির্যাতন
• সর্বস্তরে ঐতিহাসিক দলীয়করণ
• রেকর্ড সংখ্যক খুনি ফাঁসির আসামীর মুক্তি
• বিশ্বজিতের নৃশংসতম হত্যাকাণ্ড
• র্যাবের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড
• রক্ষীবাহিনী স্টাইলে সরকারী লোকদের সাদা-পোশাকে মানুষ তুলে নিয়ে যাওয়া এবং খুন
• পর্দানশীন নারীদের বিনাদোষে গ্রেফতার-রিমান্ড-কারাবাস ও নির্যাতন
• শিক্ষার ১২টা বাজানো, শিক্ষকদের ওপর হামলা, ন্যায্যদাবীর তোয়াক্কা না করা
• ছাত্রলীগের তাণ্ডব ও পুলিশের সহযোগী হয়ে অসহ্য জঙ্গি অপতৎপরতা
• পুলিশী হেফাজতে খুন ও লাশের চোখ উপড়ে ফেলা
• মন্ত্রী-নেতাদের বল্গাহীন বাণীসমগ্র
• পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য শিক্ষকদের বেশি মার্ক দেয়ার নির্দেশ
• কালো-বিড়াল দফতরবিহীন সুরঞ্জিত কেলেঙ্কারি
• গার্মেন্টস সেক্টরে অস্থিরতা, ব্যাপক প্রাণহানি ও নিরাপত্তাহীনতা
• সীমান্ত-হত্যার দালালী, দেশের চেয়ে প্রতিবেশীর তুষ্টি প্রদর্শন
• নোবেল-বিজয়ী ইউনুসকে নাস্তানাবুদ করা
• নিয়োগ-ভর্তি-টেন্ডার-ঘুষ বাণিজ্য
• পা-চাটা-তল্পিবাহক চ্যানেল-মিডিয়া অনুমোদন-লালন
• নিজের লোকদেরকে কালোটাকায় ব্যাংক অনুমোদন
• দেশপ্রেমিক(!) আবুল-মশিউর-বিশ্বব্যাংক-দুদক নাটক
• অবশেষে পদ্মাসেতু ডুবি এবং আন্তর্জাতিকভাবে দেশকে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করা
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
রানার ব্লগ বলেছেন: মৌলবাদ ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ চাই