নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন এঞ্জেলের খোজে ঘুরে বেড়াই।

ইয়া আল্লাহু - ইয়া রাহমানু - ইয়া রাহিম।

এঞ্জেল বয়

আমি একজন এঞ্জেলের মত জীবন যাপন করতে চাই।

এঞ্জেল বয় › বিস্তারিত পোস্টঃ

সহ ব্লগার হিসাবে আমিও শোকাহত। তবে আপসোস হয়। রাজিবের এমন চিন্তা চেতনার লিখাগুলা নিয়ে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

সহ ব্লগার হিসাবে আমিও শোকাহত। তবে আপসোস হয়। রাজিবের এমন চিন্তা চেতনার লিখাগুলা নিয়ে। মুসলমানের ঘরে জনম নিয়ে, মুসলমান হয়ে ইসলাম ধর্মের, নবী, রাসুলদের নিয়ে এমন বিদ্রুপ করা মোটেও ঠিক হয়নি।



যারা রাজীব কে হত্যা করেছে অবশ্যই ওদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। যে যেমন কর্ম করে তেমন ফল সে পাবে তাই বলে মানুষ মানুষ কে এমন ভাবে খুন করবে।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

আয়রন ম্যান বলেছেন: রাজিব আস্তিক বা নাস্তিক যাই থাকুক না কেন, আমরা তার হত্যাকারীদের বিচার চাই।
আশাকরি আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত অপরাধিদের খুঁজে বের করবে এবং আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে উপযুক্ত শাস্তি প্রদান করবে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

এঞ্জেল বয় বলেছেন:
আয়রন ম্যান আপনার সাথে একমত আমি- ধন্যবাদ আপনাকে।
এমন সুন্দর মন্তব্যের জন্য।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

বোরহান উদদীন বলেছেন:
ইয়েস আয়রন ম্যানঃ ধন্যবাদ আপনাকে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

এঞ্জেল বয় বলেছেন:
আরে ভাই কিছু সত্য কথা যুক্তি সহ বল্লেই এখন জামাত মনে করে সবাই। আমি জামতিদের দলে নইরে ভাই।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২

পথিকের ডায়েরীর পাতা বলেছেন: থাবার চেয়েও সক্রিয় অনেক লোক এ আন্দোলনে আছে।

থাবার নাস্তিকতা+আন্দোলন দুই কারনেই জামাত-শিবিরের শিকার সে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

এঞ্জেল বয় বলেছেন:
আরে ভাই কিছু সত্য কথা যুক্তি সহ বল্লেই এখন জামাত মনে করে সবাই। আমি জামতিদের দলে নইরে ভাই।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

প্রভাত ফেরী বলেছেন: একজন ব্লগার রাজিব হায়দার। আজীবন নিজের শেষ রক্তবিন্দু দিয়ে কুরানের বিরোধিতা করে গেছে। কিন্তু কি নির্মম পরিহাস আজ তাকে জানাজার মুখোমুখি হতে হলো। আবার ইসলামী রীতি অনুযায়ী তাকে কবরস্ত করা হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.