![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন এঞ্জেলের মত জীবন যাপন করতে চাই।
অন্ধকার কবর। একজন প্রগতিশীল শুয়ে।
পাশে সাওয়ালকারী মালাইকা।
প্রশ্ন ০১: মান রাব্বুকা? [তোমার রব কে?]
উত্তরঃ রব? এইটা আবার কি জিনিস? ক্রিয়েটর হচ্ছে আল্লাহ্,
এইটা জানি। রব জিনিসটা বুঝলাম না।
প্রশ্ন ০২: মা দ্বীনুকা? [তোমার দ্বীন কি?]
উত্তরঃ দ্বীন মানে? ও ধর্ম?? আমি তো ধর্মনিরপেক্ষ ছিলাম।
আমার ধর্ম মানবধর্ম। মানবসেবাই আসল। আমি বুঝি ধর্ম
একটা উপলক্ষ্য মাত্র। স্রষ্টার নিকটবর্তী হওয়াটাই মূল লক্ষ্য
হওয়া উচিৎ আমাদের।
প্রশ্ন ০৩: [রাসূলকে দেখিয়ে] মান হাজা রাজলু? [এই
ব্যাক্তি কে?]
উত্তরঃ উনি একজন খুব ভালো আরব ব্যাক্তি সম্ভবত। তিনিও
হাজারটা ধর্মের মত একটা ধর্ম নিয়ে এসেছিলেন।
তাঁকে নিয়ে খুব একটা জানার ইচ্ছে হয়নি। আমি তো বললামই ধর্ম
নিয়ে বাড়াবাড়ি জিনিসটা আমি পছন্দ করিনা। যার যার ধর্ম
তার তার। আমরা সবাই স্রষ্টার নিকট যাওয়ার
চেষ্টা করি বিভিন্ন ধর্মের মাধ্যমে। তাই এনাকে নিয়ে অত
পড়ালেখার কোন প্রয়োজন মনে করিনি। বাই দ্যা ওয়ে,
আমি বেঁচে থাকতে কারা নাকি তাঁকে নিয়ে আজেবাজে কথা বলত।
আর এই লেইম বিষয়টা নিয়ে মৌলবাদী হুজুর
কতগুলা যা অবস্থা করলো দেশে। মারেম্মা।
[অতঃপর সেই উহুদ পাহাড়ের চাইতেও ভারী হাতুড়ির আগমন..
***
আসল কথাঃ এটা নিছক ফাননা। বাস্তব অবস্থাকে তুলে ধরা হয়েছে। বুঝানো হয়েছে, ধর্মনিরপেক্ষতা আর ইসলাম একসাথে থাকতে পারে না। কোন ধর্মনিরপেক্ষ লোকমাত্রই এটা পড়ে নিজেকে পরিস্থিতির সাথে তুলনা করবে। এটা একটি উদাহরণ মাত্র।
২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৮
দিশার বলেছেন: বা বিকল্প চিন্তা করেন, দেখা গেল হিন্দু রা ঠিক ছিল, এখন শিব তার লি* নিয়ে অপেক্ষা করতেসে আপনার জন্য।
৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩১
ধমাধম বলেছেন: @দিশার, অন্ধকার কবরে তো নবীরও থাকার কথা।
৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৩
রায়হান হোসেন রানা বলেছেন:
৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৫
অন্য পুরুষ বলেছেন: যে ব্যক্তি মুমিন, সে ঠিকই চিনতে পারবে @ দিশারি, &
আরবি জানা লাগে না, যে মুমিন সে সব প্রশ্নের উত্তর এমনি পাবে, আর যে আরবি জানে সে পাপি হলে আরবি জানলেও লাভ নাই @আসিফ।
আই ওয়ান্ডার, আপনাদের মতন মহামানবরা কি করবেন !!!! @ বোথ।
৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৭
দিশার বলেছেন: খোদা যদি জানে কে কে উত্তর দিতে পারবে, মানে কে কে মুমিন /কাফের , তাইলে প্রশ্ন করার ভনিতা কেন ?
sadistic মন ভাব প্রকাশ পায় এভাবে, বুঝেন সেতা ? এখন যান গুগুল করেন সাদিস্তিক মানে।
৭| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০১
অন্য পুরুষ বলেছেন: গুগ্গল মামু যদি সবই পারে তয় আপনের পিসিখানা নিয় ঘুরাঘুরি কইরেন। দেখি সে আপনেরে বাচাইতে পারে কিনা।@দিশার।
দ্বার বন্ধ করে ভ্রমটারে মনিটরেই খুজেন।
৮| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০১
অনিক আহসান বলেছেন: মুনকির নাকির ডিজিটাল ফেরেশতা। তাগো কাছে গুগোল ট্রান্সলেট নিশ্চয় থাকবে।
৯| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৩
অরক্স বলেছেন:
১০| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৫
কাজী মামুনহোসেন বলেছেন: আর আরেকটা কথা, নাস্তিকরা কখনও ধর্মনিরপেক্ষ নয়, আপানর এই লিখাই প্রমান।
অথএব ধর্মনিরপেক্ষতা নিয়া ফাল না পাইড়া, ডাক্তারের কাছে যান কাযে দিব, আপনার মানষিক অবস্থা তেমন ভাল মনে হইতাছে না ....
০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪৮
এঞ্জেল বয় বলেছেন:
নাস্তিকদের কথা বাদ দেন সবাই ওরা হিসাবের বাহিরে। ওরা এই দুনিয়াতে যেমন ফ্যাসাদের মধ্যে জীবন যাপন করছে পরকালে ও কঠিন দোযোগের আগুনে পুড়ব।
১১| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২০
পিওর গাধা বলেছেন: অনেকগুলোই আজ ফাঁদে পা দিল
১২| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২২
অন্য পুরুষ বলেছেন: নাস্তিকরা মেইনলি ইসলাম বিদ্বেষি, সেটা নিরপেক্ষতা নয়। কোন মুসলমান যদি ধর্ম নিরপেক্ষতা নিয়ে বেশি লাফায়, তবে তাকে কি বলা যায়?
ইসলামে ধর্ম নিরপেক্ষতার কোন স্হান নেই। তবে সকল ধর্মাবলম্বীদের প্রতি সহানুভূতি কথা বলা আছে।
১৩| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪৫
কাজী মামুনহোসেন বলেছেন: পোস্ট পর্যালোচনা, লেখকের অনুকরনে :
এটা নিছক আদপাগলীয় কর্মকান্ড। লেখক নিজের মানষিক অবস্থা তুলে ধরার চেষ্ঠা করেছেন। আমরা বুঝতে পারতেছি আদপাগল হইলেও, সস্তা জনপ্রিয়তা পাওয়ার ব্যাপরটা লেখকের মাথায় আছে (যে কারনে উনি আজ আদপাগল) , তাই হিটের জন্য খাইয়া না খাইয়া ল্যাদানো শুরু করছেন।
কোন সুস্থ মস্তিস্কে লোকমাত্রই এটা পড়ে লেখকের বর্তমান পপোলারিটি কে আগের পপুলারিটির সাথে তুলনা করবে। এটা লেখকের মানষিক অবস্থা একটি উদাহরণ মাত্র।
১৪| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫০
এঞ্জেল বয় বলেছেন:
কাজী মামুনহোসেন- আপনি কোন ধর্মের লোক এটা লেখক বুঝতে পারছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৫| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২২
কাজী মামুনহোসেন বলেছেন: বুঝলে কি অইব ?
আফনে যে আদপাগল , সেটা জনগন বুঝতে পারছে। ধন্যবাদ মন্তব্যের উত্তর দেয়ার জন্য।
১৬| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২৪
কাজী মামুনহোসেন বলেছেন: @অন্য পুরুষ ধর্ম নিরপেক্ষতা নিয়া কে লাফাইছে ?
১৭| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩৩
কাজী মামুনহোসেন বলেছেন: এই লিখা পড়ে মনে হইছে, আপনি ইসলামকে নিয়া মজা করছেন যা নাস্তিকরা করে
আমি এই জন্য আপনাকে এতকিছু কইলাম মনে কিছু নিয়েন না....
পরকাল নিয়ে তামাশা করা ঠিক নয়।
১৮| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭
ইন্জিনিয়ার জনি বলেছেন: যার যার বিশ্বাস তার তার কাছে।
আমার নবীও যুদ্ধ করে কাওকে মুসলমান বানায়নি,উনার অনুসারীদের ও উচিৎ সেই পথে চলা আর দ্বীন প্রচার করা।
সকল অবিশ্বাসীদের হেদায়েত হউক।
১৯| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৬
ধমাধম বলেছেন: @কাজী মামুনহোসেন/ বলেন তো ইসলাম এমন কেন যাতে মানুষ এইটা নিয়ে খালি মজা করে?
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৬
দিশার বলেছেন: ভাই, ইসলামের নবীর কোনো ছবি বা ভিডিও তো দেখেন নাই, তাইলে ৩ নম্বর প্রশ্নের উত্তর কিভাবে দিবেন?