![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন এঞ্জেলের মত জীবন যাপন করতে চাই।
আচ্ছা ভূমিকম্প কেন হয়?
: ভূত্বকের নিচে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়।
: ও, তাই? আচ্ছা টেকটনিক প্লেট নড়ার পেছনে ভূমিকা কার? মানে কেন নড়াচড়া করে সেটা? নাকি কোন কারণ ছাড়াই নিজেনিজেই নড়ে?
:ইয়ে মানে এটা প্রকৃতির নিয়ম। মানে এমনিতেই হয় আর কি।
: আচ্ছা ঘুর্ণিঝড় কেন হয়?
: সমুদ্রের তলদেশে নিন্মচাপের সৃষ্টি হয়, তাই ঘূর্ণিঝড় হয়। ফলে দেখা দেয় ঝড়, স্থলঘূর্ণিঝড় বা টর্নেডো, কিংবা বজ্রবিদ্যুৎ।
: সমুদ্রতলে নিন্মচাপ কেন হয়?
: প্রখর রোদ ও অত্যধিক তাপে কোনো জায়গার বাতাস হালকা হয়ে উপরে উঠে গেলে ঐ স্থানে বাতাসের চাপ কমে যায় এবং নিম্নচাপ সৃষ্টি হয়।
: প্রখর রোদ ও অত্যধিক তাপ কেন হয়? কেনইবা বাতাস হালকা হয়ে উপরে ওঠে?
: ইয়ে মানে এটা প্রকৃতির নিয়ম। মানে এমনিতেই হয় আর কি।
:আচ্ছা, প্রকৃতিটা কি? মানে কারো নিয়ন্ত্রণে জিনিস, নাকি হাওয়া থেকে পাওয়া...??
: ...ইয়ে প্রকৃতি মানে এমনিতেই যা স্বাভাবিকভাবে হয় আর কি। আচ্ছা আপনার দৃষ্টিতে কেন হয় এসব?
: * আকাশে ও পৃথিবীতে যা কিছু লুকিয়ে আছে সবই আল্লাহর কুদরাতের নিয়ন্ত্রণাধীন এবং সমস্ত বিষয়ে তাঁরই দিকে রুজু করা হয়। (সুরা হূদ আয়াত নং:১২৩)
* তিনি যখন কোন কিছুর ইচ্ছা করেন তখন তাঁর কাজ হয় কেবল এতটুকু যে, তিনি তাকে হুকুম দেন, হয়ে যাও এবং তা হয়ে যায়। (সুরা ইয়াসীন আয়াত নং ৮২)
* জেনে রাখো, সৃষ্টি তারই এবং নির্দেশও তাঁরই। (সুরা আলে ইমরান আয়অত নং ৫৪)
অর্থাৎ বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছায় এসব হয়ে থাকে। সমুদ্রতীরবর্তী এলাকায় ঝড়-তুফান ও প্লাবন হওয়া আল্লাহর সৃষ্টির নিয়মতন্ত্র। কখনো কখনো আল্লাহর পরিক্ষা, কখনো সতর্কীকরণ,কখনো বা শাস্তি কখনো তাঁর কুদরতের নিদর্শনের অংশ হিসেবে এসব ঘটিয়ে থাকেন তিনি। তিনিই সবকিছুর নিয়ন্ত্রক। বিজ্ঞানও তাঁরই সৃষ্টি। তাঁর সকল সৃষ্টিই বিজ্ঞান ভিত্তিক। আমরা আল্লাহর সৃষ্টিতে কিঞ্চিত বিজ্ঞান আবিস্কার করেই সৃষ্টিকর্তাকে অস্বিকার করতে পারি না।
(আংশিক সংগৃহিত)
২| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৫৪
হোসেন মনসুর বলেছেন: ইয়ে মানে স্রষ্টা কোথা থেকে আসল/কিভাবে অস্তিত্ত্বে আসল?
৩| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৭
কলাবাগান১ বলেছেন: আপনার মত মগজের লোকেরা টেকটনিক প্লেট বানান ও করতে পারবেন না আর এসেছেন এর পিছনের কারন খুজতে। সাইনটিস্টরা তো তবু টেকটনিক প্লেটের নাড়াচাড়ার জন্য ভুমিকম্প হয় তা বের করতে পেরেছে, আপনার মত মগজের লোকেরা একটা সূচ ও আবিস্কার করতে পারবেন বলে মনে হয় না....
৪| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪০
নিজাম বলেছেন: সব কিছুই আল্লাহর হুকুমে হয়। চাই সেটা ঘূর্ণিঝড় বা ভূমিকম্প বা গাছের একটা পাতা নড়াচড়া। এই কথা বিনা যুক্তিতে মেনে নেয়ার নাম ঈমান। যারা ঈমান আনবে না তাদের শত যুক্তি দিয়েও বোঝানো যাবে না।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩২
মুহাম্মদ আশিকুজ্জামান বলেছেন: ভাল লাগল